eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে আয়োজন 'বৈতালিক বসন্ত মঞ্জুরী'

দুর্গাপুরে ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে আয়োজন ‘বৈতালিক বসন্ত মঞ্জুরী’

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- প্রকৃতিতে লেগেছে রঙের ছোঁয়া। শিমুল পলাশ সহ বাহারী রঙ নিয়ে হাজির ঋতুরাজ বসন্ত। আর এই বসন্তকে স্বাগত জানাতে বাঙালির বসন্ত উৎসব উদযাপন রূপ নেয় সার্বজনীন উৎসবে। ‘বৈতালিক বসন্ত মঞ্জুরী ২০২৩’ শীর্ষক এমনই এক বসন্ত উৎসব অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুরের সিটি সেন্টারে বেঙ্গল সৃষ্টি কমপ্লেক্সে, আগামী ৬ই মার্চ সোমবার সন্ধ্যা ৬ টায়। যার পরিবেশনায় থাকছে
‘নৃত্যাবৃত্তি বাতায়ন’ ও ‘বেঙ্গল সৃষ্টি’। যেখানে নৃত্য ও কবিতার ছন্দ, সংগীতের সুর গোধূলির লালিমায় আবীর ছড়িয়ে সোহাগ করবে।

এদিনের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ থাকছে সৃজনশীল এবং কনটেম্পোরারি নিত্যায়ন ডান্সিং সোলস। অংশগ্রহণ করবেন ভারতনাট্যমের বিশিষ্ট নৃত্যশিল্পী রাজা দত্ত, দেবাঞ্জন চ্যাটার্জি A শ্রীমতি চৈতালি ঘোষ । ওড়িশি নৃত্যশিল্পী শ্রীমতি নীলাঞ্জনা মুখার্জি ও মোহিনীআট্টমের বিশিষ্ট শিল্পী শ্রীমতি প্রকৃতি বাসু ।

‘বৈতালিক বসন্ত মঞ্জুরী’র এই আসরে উপস্থিত হয়ে অতিথির আসন অলংকৃত করবেন দুর্গাপুর পৌরসভার প্রাক্তন মহানগরীক অনিন্দিতা মুখার্জি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments