eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে মৌমাছির আক্রমণে গুরুতর জখম ৭ জন

দুর্গাপুরে মৌমাছির আক্রমণে গুরুতর জখম ৭ জন

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– মঙ্গলবার সাত সকালে মৌমাছির আক্রমণে চাঞ্চল্য ছড়াল দুর্গাপুর শিল্পাঞ্চলের ইস্পাতনগরীতে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন সাত জন।

এদিন ইস্পাতনগরীর সি-জোন সংলগ্ন সিএমআরআই কলোনির গেটের পাশ দিয়ে যাওয়া রাস্তায় হঠাৎ পথচারীদের উপর হামলা চালায় এক ঝাঁক মৌমাছি। মৌমাছির কামড়ে যন্ত্রনায় ছটফট করতে করতে রাস্তায় শুয়ে পড়েন কয়েকজন। অন্যদিকে দুই স্কুটি চালকের উপরও আক্রামণ করে মৌমাছির ঝাঁক। যার জেরে স্কুটি থেকে রাস্তায় উপর ছিটকে পড়েন স্কুটি চালকেরা। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা উদ্ধার করতে গেলে তাঁদের উপরও ঝাঁপিয়ে পড়ে মৌমাছির দল। ফলে তাঁরা সরে যেতে বাধ্য হন। খবর দেওয়া হয় পুলিশ ও দমকল বাহিনীকে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাশাপাশি স্থানীয়দের তৎপরতায় বেশকিছুক্ষণ ওই রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ থাকে।

তবে এই প্রথমবার নয়, এর আগেও শিল্প শহরে মৌমাছির আক্রমণের ঘটনা ঘটেছে। গতবছরই মৌমাছির কামড়ে গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হয়েছিল বেশ কয়েক জন শহরবাসীকে। প্রসঙ্গত শহর দুর্গাপুরে বহু পুরনো বড় বড় গাছ রয়েছে। আর সেখানে চাক বাঁধে বুনো মৌমাছির দল। আর সেই সব চাকে পাখির আক্রমণ হলে বা ঢিল ছুঁড়ে উত্যক্ত করার মতো ঘটনা ঘটলে পথ চলতি মানুষের উপর পাল্টা হামলা করে মৌমাছির দল। যার জেরেই বার বার শহরে মৌমাছির আক্রমণের মতো ঘটনা ঘটছে বলে মনে করছেন অনেকে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments