eaibanglai
Homeএই বাংলায়ভিরিঙ্গি শ্রীশ্রী শ্মশান কালী মায়ের ১৭১তম রূপের দর্শন করুন

ভিরিঙ্গি শ্রীশ্রী শ্মশান কালী মায়ের ১৭১তম রূপের দর্শন করুন

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- ভিরিঙ্গী শ্রীশ্রী শ্মশান কালী মায়ের বাৎসরিক পূজো ও মহোৎসব আজ ২৩ শে নভেম্বর মহানিশায় অনুষ্ঠিত হবে। ভিরিঙ্গি শ্রীশ্রী শ্মশান কালী মন্দিরের মায়ের বাৎসরিক পূজো ও মহোৎসব আজ বুধবার । ১৭১তম ভিরিঙ্গী শ্রীশ্রী শ্মশান মন্দিরের মায়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মন্দির নুতন সাজে সেজে উঠেছে। বুধবার সারাদিন ধরে নানা ধর্মীয় অনুষ্ঠান হবে মন্দির প্রাঙ্গণে এবং বুধবার সন্ধ্যায় মায়ের মৃন্ময়ী মূর্তির পরিবর্তন হবে মন্দির সংলগ্ন কুমোর বাঁধে। সঙ্গে সঙ্গে মহানিশায় মায়ের পূজো পাঠ হোম যজ্ঞ হবে। ভোররাতে প্রসাদ বিতরণ করা হবে বলে জানা গেছে। প্রতিবছরের মতো এবারও লক্ষাধিক লোকের মন্দিরে সমাগম হবে বলে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে। মন্দিরের বাৎসরিক পূজো ও মহোৎসবকে কেন্দ্র করে গোটা এলাকায় কড়া পুলিশি ব্যবস্থা করা হয়েছে। বুধবার বহু ভক্তদের সমাগম হবার জন্য সকাল থেকে মন্দিরের প্রধান গেট সংলগ্ন নাচন রোডে যান নিয়ন্ত্রণ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মঙ্গলবার মধ্যরাত্রে চিত্র গ্রাহক বিপুল মৈত্র, ভিরিঙ্গি শ্রী শ্রী শ্মশান কালী মায়ের নতুন রূপের কিছু ছবি ও মায়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মন্দিরের নতুন সাজের কিছু ছবি তুলেছিলেন। আমাদের পাঠকদের জন্য রইল সেই সব ছবি। ‘এই বাংলায়’ ওয়েব পোর্টালের পক্ষ থেকে ভিরিঙ্গি শ্রীশ্রী শ্মশান কালী মায়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শিল্পাঞ্চলের সকল ভক্তবৃন্দকে শুভকামনা ও শুভেচ্ছা জানায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments