eaibanglai
Homeএই বাংলায়দৃষ্টিহীনদের বিরল ফুটবল প্রতিযোগিতায় মুগ্ধ শিল্পাঞ্চলবাসী

দৃষ্টিহীনদের বিরল ফুটবল প্রতিযোগিতায় মুগ্ধ শিল্পাঞ্চলবাসী

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- মঙ্গলবার এক অন্য ফুটবল ম্যাচ দেখল দুর্গাপুরবাসী ও মুগ্ধ হল। কারণ এই ফুটবল প্রতিযোগীতায় অংশগ্রহণকারী দুই দলের সদস্যরা ছিলেন দৃষ্টিহীন। শুনে অসম্ভব মনে হলেও এদিন দৃষ্টিহীনদের এক জমজমাট ম্য়াচ দেখে বিস্মিত হলেন সকলে। দৃষ্টিহীনদের ম্যাচশুনে অনেকে মনে করেছিল ওরা আসলে দেখতে পায়। সেই সংশয় দূর করতে ম্যাচে অংশগ্রহকারী খেলোয়াড়রা সকলে চোখে কাপড় বেঁধে খেলতে নেমেছিল। চোখে দেখতে না পেলেও মাঠজুড়ে দাপট দেখালেন প্রতিযোগীরা।

তবে এই খোলার নিময়ে কিছু অদল বদল ছিল। খেলোয়াড়রা সকলেই দৃষ্টিহীন হলেও দুই দলের গোলরক্ষকরা দৃষ্টিহীন ছিলেন না। এছাড়া খেলায় যে বলটি ব্যবহার হয় সেটির ভেতর ঝুনঝুনি ভরা ছিল। যার শব্দ শুনেই বল কোথায় ঠাহর করছিলেন দুই দলের প্রতিযোগীরা। এছাড়া মুখে আওয়াজ করে একদল এক্স আর অপর দল ওয়াই বলে চেঁচিয়ে উঠছিল। এভাবেই নিজের নিজের দলের খেলোয়াড়দের চিনে নিচ্ছিল খেলোয়াররা।

দুর্গাপুরের জব্বর পল্লীর শুভ চক্রবর্তী এবং রমা চক্রবর্তীর উদ্যোগে দুর্গাপুরের জঙ্গল মহল ক্লাবের মাঠে এই প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়েছিল। খেলার উদ্বোধন করেন দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় ও দুর্গাপুরের এসিপি তথাগত পান্ডে। এদিন হাওড়ার সার্নাম ফাউন্ডেশন ও নদীয়ার শ্রীচৈতন্য ওয়েলফেয়ার সোসাইটির খেলোয়াড়রা প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। ম্যাচের নিয়ম অনুযায়ী একদল জিতলেও দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়ে আসলে জিতল দুই দলই। দৃষ্টিহীনরা যে কারও থেকে কোনও অংশে কম নন এদিনের ম্যাচ তা আরও একবার প্রমাণ করে দিল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments