eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে প্রথম ক্যান্সার কেয়ার ইউনিটের উদ্বোধন

দুর্গাপুরে প্রথম ক্যান্সার কেয়ার ইউনিটের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের প্রথম ক্যান্সার কেয়ার ইউনিটের উদ্বোধন হল সোমবার। শহর সংলগ্ন শোভাপুরের এক বেসরকারি মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে এই ক্যান্সার কেয়ার ইউনিটটি খোলা হয়েছে। এদিন এই ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুধীর কুমার নিলকান্তম, দুর্গাপুরের মহকুমাশাসক সৌরভ চ্যাটার্জী ও দুর্গাপুর নগর নিগমের পুরপ্রশাসক বোর্ডের চেয়ারম্যান অনিন্দিতা মুখার্জী।

কলকাতা পুরসভা বিভিন্ন বেসরকারি ক্যান্সার কেয়ার ইউনিট এই উদ্যোগের পাশে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি দুর্গাপুর নগরনিগমের পক্ষ থেকেও পাশে থাকার আশ্বাস দেয়ওয়া হয়েছে বলে জানান তাঁরা।

১৫টি শয্যা বিশিষ্ট এই ক্যান্সার কেয়ার ইউনিটে অতি কম খরচে চিকিৎসা করা যাবে বলে দাবি কর্তৃপক্ষের। এমনকি স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমেও চিকিৎসা পরিষেবার সুযোগ পাবেন ক্যানসার আক্রান্ত রোগীরা। এর ফলে শুধু দুর্গাপুরই নয় পুরো দক্ষিণবঙ্গের মানুষ উপকৃত হবেন বলে মনে করছেন বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালটির কর্তৃপক্ষ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments