নিজস্ব সংবাদদাতা দুর্গাপুরঃ- দুর্গাপুর শিল্পাঞ্চলের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের অম্বুজা কলোনিতে দীর্ঘ বেশ কয়েক বছর ধরে রাস্তার কোনো সংস্কার হয়নি। দুর্গাপুরের অভিজাত এলাকা বলে খ্যাত এই এলাকার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। দুর্গাপুর নগর নিগমের নতুন মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় প্রথমবার এই ২২নম্বর ওয়ার্ড থেকে বিজয়ী হয়ে ছিলেন। যেদিন শপথ গ্রহণ করেছিলেন সেই দিনই তিনি অম্বুজা নগরীর বাসিন্দাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদের এলাকার সমস্ত রাস্তা ঝাঁ-চকচকে ও বিশ্বমানের করে তোলা হবে। কিন্তু বহু দিন পেরিয়ে গেল সেই স্বপ্ন অধরা ছিল অম্বুজাবাসীর। আবার দ্বিতীয়বার দুর্গাপুর নগর নিগমের নির্বাচনে ওই একই ওয়ার্ড থেকে তিনি বিজয়ী হওয়ার পর আবার চেষ্টা চালান অম্বুজা নগরীর রাস্তাগুলি ঠিক করার। কিন্তু আর্থিকভাবে সচ্ছল না হওয়ার ফলে দুর্গাপুর নগর নিগমের পক্ষ তা করা হয়ে উঁঠেনি। এডিডিএ এর উদ্যোগে কয়েক মাস আগে সাময়িকভাবে ওই সব ভগ্নপ্রায় রাস্তা গুলিকে চলাচলের উপযোগী করে তোলা হয় কয়েক মাস আগেই।
দুর্গাপুর নগর নিগমের মেয়র হিসেবে শপথ নেন অনিন্দিতা মুখোপাধ্যায়। মেয়র হয়ে শপথ গ্রহণের পরেই তিনি তার প্রথম লক্ষ্য হিসেবে দুর্গাপুর সিটি সেন্টারের অম্বুজা কলোনির সমস্ত রাস্তা বিশ্বমানের ও ঝা-চকচকে করে তোলার লক্ষ্যে নিরন্তর প্রয়াস চালিয়ে যান। অবশেষে কয়েকদিন আগে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ(এডিডিএ)এর পক্ষ থেকে দুর্গাপুর সিটি সেন্টার অম্বুজা নগরীর সমস্ত রাস্তা আন্তর্জাতিক মানের ঝাঁ-চকচকে রাস্তা করে তোলা হওয়ার লক্ষ্যে টেন্ডার আহ্বান করা হয়ে। এই রাস্তাগুলি দুটি পর্যায়ে তৈরি করে তোলা হবে। প্রথম পর্যায়ে এই কাজের জন্য বরাদ্দ হয়েছে 2,49,61,789.০০ কোটি টাকা ও যথাক্রমে দ্বিতীয় পর্যায়ের জন্য বরাদ্দ হয়েছে 2,49,22,532.০০ কোটি টাকা। শুধু তাই নয় যে সংস্থা এই বিশ্বমানের রাস্তাগুলি তৈরি করবেন তাদেরকে আগামী ৩ বছর ওই রাস্তাগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হবে বলে টেন্ডার ফর্মে উল্লেখ করা হয়েছে। দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের অম্বুজা কলোনিতে বিশ্বমানের ঝাঁ-চকচকে রাস্তা তৈরির খবরে উল্লসিত অম্বুজা বাসিন্দারা।