eaibanglai
Homeএই বাংলায়নির্মল বাংলা প্রকল্পের কাজে না, দুর্গাপুরে বিক্ষোভ সাফাই কর্মীদের

নির্মল বাংলা প্রকল্পের কাজে না, দুর্গাপুরে বিক্ষোভ সাফাই কর্মীদের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– নির্মল বাংলা প্রকল্পে কাজ করতে অস্বীকার করলে কাজ থেকে বসিয়ে দেওয়া হচ্ছে। ছাঁটাই করা কর্মীদের পুনরায় কাজে বহাল সহ একাধিক দাবিতে পশ্চিম বর্ধমান জেলা আইএনটিইউসির সভাপতি তথা ডি এম সি ক্যাজুয়াল সাফাই কর্মী ইউনিয়নের সাধারণ সম্পাদক সুভাষ সাহার নেতৃত্বে আইএনটিইউসির ব্যানারে বিক্ষোভে নামল দুর্গাপুর পৌরসভার ক্যাজুয়াল সাফাই কর্মীরা। এদিন সিটিসেন্টারে মিছিল করে পুরসভার সামনে বিক্ষোভ দেখান সাফাই কর্মীরা।

জানা গেছে ২০১০ সাল থেকে ওয়েস্ট বেঙ্গল আরবান এমপ্লয়ি স্কিমে কাজ করছেন ১৭৫২ জন সাফাই কর্মী। এই সাফাই কর্মীরা পৌরসভার ৪২ টি ওয়ার্ডে সাফাই কাজে নিষুক্ত। অভিযোগ দুর্গাপুর পৌরসভা মে মাস থেকে নির্মল বাংলা প্রকল্পের নামে সাফাই কর্মীদের ওয়েস্ট বেঙ্গল আরবান এমপ্লয়মেন্ট স্কিম থেকে স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সিতে স্থানান্তর করছে । নির্মল বাংলা প্রকল্পের কাজের ধরণ আলাদা হওয়া সত্ত্বেও তাদের ওই প্রকল্পের কাজ করতে বাধ্য করা হচ্ছে। যারা প্রতিবাদ করছে তাদের কাজ থেকে বসিয়ে দেওয়া হচ্ছে।

এছাড়াও নূন্যতম বেতন,ইএসআই,পিএফ, গ্যাচুয়িটির দাবিতেও সরব হয়েছেন শহরের সাফাই কর্মীরা। এদিন পৌরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ার পার্সনের হাতে অভাব অভিযোগ দাবি দওয়া সম্বলিত একটি স্মারক লিপিও তুলে দেন বিক্ষোভকারীরা। অবিলম্বে তাঁদের দাবি মানা না হলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন বিক্ষোভরত সাফাই কর্মীরা। এদিনের বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের প্রক্তান সভাপতি সুদেব রায়, প্রদেশ কংগ্রেস সদস্য স্বপন মিত্রা , রাজ্য আই এন টি ইউ সির সম্পাদক তথা হিন্দুস্থান স্টীল ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক রজত দীক্ষিত ,দুর্গাপুর ০২ নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি সৌমেন বাউরি, জেলা মহিলা কংগ্রেসের সভা নেত্রী মেঘনা মান্না, অল ইন্ডিয়া আন অর্গানাইজড কর্মচারী কংগ্রেসের রাজ্য সম্পাদক দীপ্ত দে সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments