eaibanglai
Homeএই বাংলায়ইন্দিরা গান্ধীর মৃত্যু বার্ষিকীতে দুর্গাপুর কংগ্রেসের বিশেষ কর্মসূচি

ইন্দিরা গান্ধীর মৃত্যু বার্ষিকীতে দুর্গাপুর কংগ্রেসের বিশেষ কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– আজ ৩১ অক্টোবর দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যু বার্ষিকী ও ভারতের লৌহ মানব হিসেবে পরিচিত সর্দার বল্লভ ভাই পটেলের জন্ম বার্ষিকী। এই বিশেষ দিনে তাঁদের স্মরণে বিশেষ কর্মসূচির আয়োজন করেছিল দুর্গাপুর কংগ্রেস। অনুষ্ঠানের নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায়। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রানা সরকার, পূর্ণেন্দু পাণ্ডা, অমল হালদার সহ আরও অনেক কংগ্রেস নেতা ও কর্মী সমর্থকরা। তরুণবাবু সহ অন্যান্যরা ইন্দিরা গান্ধী ও সর্দার বল্লভ ভাই পটেলের প্রতিকৃতিতে মাল্য দান ও পুষ্প অর্ঘ্য দিয়ে তাঁদের শ্রদ্ধা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে তরুণ রায় বলেন ‘ভারতবর্ষে সংবিধান ও একতা রক্ষায় ইন্দিরা গান্ধী তাঁর জীবন দিয়ে এক উদাহরণ রেখে গেছেন। ওনার দেখানো পথে বর্তমানে বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করা সম্ভব। বর্তমানে বৈষম্য প্রকট হয়ে দেখা দিচ্ছে, কেন্দ্রীয় সরকারের দ্বারা লাগু করা কৃষি বিলের ফলে বর্তমানে কৃষকদের অবস্থা সঙ্কট জনক হয়ে উঠেছে। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপরে আক্রমণ বেরেই চলেছে , কোটি কোটি তরুণ প্রজন্মের মানুষ বেকার, কর্মসংস্থান না পেয়ে তারা হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। আজ ইন্দিরা গান্ধীর দেখানো পথেই ভারতবর্ষকে একই সূত্রে গাঁথতে হবে এবং সেই কাজ ‘ভারত জোড়ো যাত্রা’র মাধ্যমে রাহুল গান্ধী করছেন।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments