eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে প্রবীণ নাগরিকদের জন্য সাহায্যের হাত জেলা সিপিএমের

দুর্গাপুরে প্রবীণ নাগরিকদের জন্য সাহায্যের হাত জেলা সিপিএমের

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর:- সমস্ত পৃথিবী জুড়ে যখন করোনা আতংকে গৃহবন্দি হয়েছেন দেশ তথা রাজ্যের মানুষ তখন আমাদের শহর দুর্গাপুরের গৃহবন্দি হয়েছেন সকলেই। মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে আগামী থেকে বেশ কয়েকদিন গৃহবন্দি থাকবেন শিল্পাঞ্চল বাসী। অত্যাবশ্যক সামগ্রী ওষুধ , মুদিখানা ও সবজির দোকান খোলা থাকলেও এমন অনেক বাসিন্দা শিল্পাঞ্চলে আছেন যাদের বাজারে যাওয়ার ক্ষমতাও নেই। সেইসব প্রবীণ নাগরিকরা দুর্গাপুরে নিজেদের বাড়িতে গৃহবন্দী অবস্থায় অসহায় দিন কাটাবেন। সেই কথা ভেবে দুর্গাপুরের সি পি আই এম পার্টির দুর্গাপুর পূর্ব কেন্দ্রের পক্ষ থেকে বেশকিছু নম্বর জারি করা হয়েছে। এলাকার সমস্ত প্রবীণ নাগরিকরা যাতে তাদের দৈনন্দিন কোন সমস্যায় পড়লে তারা এই নম্বরে যোগাযোগ করলে নিত্যদিনের বাজার হাট থেকে ওষুধপত্র বাড়িতেই পৌঁছে দিয়ে যাবেন স্বেচ্ছাসেবী পার্টি কর্মীরা।

দুর্গাপুর একটি শিল্প শহর হওয়ায় দুর্গাপুরে প্রবীণ নাগরিকদের সংখ্যা অনেক বেশি। বেশিরভাগ নাগরিকেরই ছেলে মেয়েরা বড় হয়ে অন্যত্র চাকরি সূত্রে চলে গিয়েছেন। বড় বড় বাড়িতে রয়ে গিয়েছেন বৃদ্ধ মা-বাবা। সেইসব প্রবীণ নাগরিকদের কথা মাথায় রেখেই তাদের সমস্ত রকম সাহায্যের হাত বাড়িয়ে দিতেই দুর্গাপুর পূর্ব সি পি আই এম পার্টির স্বেচ্ছাসেবক বাহিনী নিজেদের নম্বর দিয়ে জানিয়েছেন যাতে কোন সমস্যায় পড়লে তাদেরকে যোগাযোগ করলেই হবে। সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে সি পি আই এম পার্টির স্বেচ্ছাসেবী কর্মীরা। প্রয়োজনীয় ওষুধ, বাজার হাট থেকে দৈনন্দিন জীবনের খুঁটিনাটি সব বস্তুই তারা পৌঁছে দেবেন বাড়ির দোরগোড়ায় নিঃশুল্ক ভাবে। দুর্গাপুর ইস্পাত বাসি এইরকম উদ্যোগকে স্বাগত জানিয়েছে। শিল্পাঞ্চল বাসী জানিয়েছেন আগেও সিপিআইএম পার্টির পক্ষ থেকে বহুবার বহু সমস্যায় মানুষের পাশে থাকতে দেখা গিয়েছে। এবার এই মারণ রোগের করোনাভাইরাস এর দাপট থেকেও তারা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন নিজেদের জীবন বিপন্ন করে সাধুবাদ তাদের সবাইকে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments