eaibanglai
Homeএই বাংলায়শিল্পাঞ্চলে নববর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক উৎসব ও মিলন মেলা

শিল্পাঞ্চলে নববর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক উৎসব ও মিলন মেলা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর ইস্পাত নগরীর মার্কনী এভিনিউ সংলগ্ন সুকান্ত পাঠচক্রের স্বপন ব্যানার্জী স্মৃতিমঞ্চে ১৫, ১৬,১৭ এবং ১৮ এপ্রিল,২০২৩ সাড়ম্বরে পালিত হল মিলন মেলা ও সাংস্কৃতিক উৎসব। মূল উদ্যোগ ও পরিচালনার দায়িত্বে ছিলেন ‘মন বাউলা’ ও ‘সপ্তসুর’ সংস্থার কর্ণধার পল্লব ঘোষাল এবং সোমা ঘোষাল। চার সন্ধ্যাব্যাপী জমজমাট অনুষ্ঠানের অন্তর্ভুক্ত ছিল-সংগীত, আবৃত্তি, নৃত্য ইত্যাদি জগতের স্থানীয় বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণ এবং গুণীজন সম্বর্ধনা। পঞ্চাশেরও অধিক শিল্পী এবং সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের একক ও সম্মেলক অনুষ্ঠানগুলি চার সন্ধ্যায় উপস্থিত দর্শক-শ্রোতাদের আনন্দে মাতিয়ে রাখতে সমর্থ হয়েছিল।উদ্যোক্তাদের পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়- রাজ্যের সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, দুর্গাপুর নগর নিগম এর প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়, প্রাক্তন বিধায়ক ও মহানাগরিক অপূর্ব মুখোপাধ্যায়, বিশিষ্ট সংগীতশিল্পী বিমল মিত্র, বুদ্ধদেব সেনগুপ্ত, তপন দে, কাকলি মুখোপাধ্যায় সহ বেশ কয়েকজন বিশিষ্ট জনকে। প্রত্যেক সন্ধ্যায় অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব সুন্দরভাবে পালন করেছেন-অমিত চট্টোপাধ্যায়, রূপা মুখোপাধ্যায় প্রমুখ বাচিক শিল্পীরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments