eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে "লতা-সন্ধ্যা-বাপী" স্মরণে সংগীতানুষ্ঠান

দুর্গাপুরে “লতা-সন্ধ্যা-বাপী” স্মরণে সংগীতানুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- এ বৎসরের শুরুতেই স্বল্প সময়ের ব্যবধানে দেশের সংগীত প্রেমীরা হারিয়েছেন কিংবদন্তি সংগীত শিল্পী লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায় ও বাপী লাহিড়ী কে। তাঁদের স্মরণে সংগীতানুষ্ঠান আয়োজিত হয়ে চলেছে এখনও, অজস্র সংখ্যায় – নিয়মিতভাবে। ৩১ জুলাই, ২০২২ দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে এমনই অনুষ্ঠানের আয়োজন করেছিল ‘ব্যান্ড প্রিল্যুড’। দর্শক-শ্রোতা পরিপূর্ণ প্রেক্ষাগৃহে লতা-সন্ধ্যা-বাপী কে গান গেয়ে শ্রদ্ধা নিবেদন করলেন বর্তমান সময়ের চারজন সুপরিচিত ও প্রতিভাসম্পন্ন সংগীত শিল্পী শুভশ্রী দেবনাথ, সুজয় ভৌমিক, সোহিনী মুখোপাধ্যায় এবং বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়। ‘ব্যান্ড প্রিল্যুড’ এর বুকান, নীলোৎপল, সোমনাথ, সুমন প্রমুখ অসামান্য প্রতিভাবান যন্ত্রসংগীত শিল্পীদের সঙ্গে হাজির ছিলেন- মুম্বই চলচ্চিত্র সংগীতের অনন্য সাধারণ গুণী দুজন শিল্পী – রাজ সোঢা(স্যাক্সোফোন) ও কিশোর সোঢা(ট্রাম্পেট)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়, সংগীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত সহ বহু বিশিষ্ট মানুষেরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments