eaibanglai
Homeএই বাংলায়মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান 'প্রণমি তোমারে প্রিয়ে'

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘প্রণমি তোমারে প্রিয়ে’

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- দুর্গাপুর ইস্পাতনগরীর সুপরিচিত সাংস্কৃতিক সংস্থা ‘আবৃত্তি বাতায়ন’ ও ‘স্বর সাধনা’ র যৌথ উদ্যোগে আয়োজিত হল এক মনোজ্ঞ অনুষ্ঠান “প্রণমি তোমারে প্রিয়ে”, ইস্পাতনগরীর নেতাজী ভবনে, ৩০ আগস্ট সন্ধ্যায়। অনুষ্ঠানের মূল উপলক্ষ্য ছিল প্রবীণা সংগীত শিল্পী ও শিক্ষয়িত্রী মায়া বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন। তাঁর জন্মদিন পালনের পাশাপাশি সংবর্দ্ধনা জ্ঞাপন করা হল- প্রখ্যাত সংগীত শিল্পী বিমল মিত্র, বুদ্ধদেব সেনগুপ্ত সহ কয়েকজন বিশিষ্ট মানুষ কে। মায়া বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন আঙ্গিকের সংগীত পরিবেশন ছাড়াও অনুষ্ঠানের অন্তর্ভুক্ত ছিল – শিশু- কিশোর বয়সী শিল্পীদের একক ও সমবেত সংগীত, নৃত্য ও আবৃত্তি , বাণী চট্টোপাধ্যায়ের রবীন্দ্রসঙ্গীত ও আধুনিক বাংলা গান ইত্যাদি। আবৃত্তির অনুষ্ঠানগুলি পরিচালনা করেন আবৃত্তি বাতায়ন-এর কর্ণধার সাধনা রায় এবং নৃত্য পরিচালনার দায়িত্ব পালন করেন- মধুমিতা চট্টরাজ এবং শর্মিলা পোদ্দার। যন্ত্রসংগীত সহযোগিতায় যথাযথ ছিলেন- নীলোৎপল মন্ডল, সুমন চক্রবর্তী, সমীর রায় ও প্রদীপ প্রামাণিক। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা ও সম্পাদনা করেন সাধনা রায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments