eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে অনুষ্ঠিত হল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী পণ্ডিত সুদর্শন দাসের অনুষ্ঠান

দুর্গাপুরে অনুষ্ঠিত হল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী পণ্ডিত সুদর্শন দাসের অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর- ভারতবর্ষের স্বাধীনতা দিবসের পচাত্তর বর্ষ উদযাপন উপলক্ষে গত ২৪ অগস্ট সাধিকার শ্রদ্ধাঞ্জলী মহাসমারোহ অনুষ্ঠিত হয়ে গেল দুর্গাপুরের সিটি সেন্টারে সিটি রেসিডেন্সির ব্যাংকোয়েট হলে। সমগ্র অনুষ্ঠানটির পরিবেশনা ও পরিচালনায় ছিলেন বিশিষ্ঠ সংগীত শিল্পী ভাস্বতী মিত্র (রুমা)। এদিনের অনুষ্ঠানে সম্বর্ধনা জানানো হয় তবলা, ঢোল ও ড্রাম বিশারদ পণ্ডিত সুদর্শন দাসকে (লন্ডন)।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল পণ্ডিত সুদর্শন দাসের পরিবেশনা। যাঁর খ্যাতির মুকুটে যোগ হয়েছে পাঁচটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বর্ণ পালক। এদিনের অনুষ্ঠানে ইংল্যান্ডের বিশিষ্ট কীবোর্ড শিল্পী তথা তবলা অ্যান্ড ঢোল একাডেমি ইউ.কে-এর কর্ণধার মাইকেল ব্রড কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি গান পরিবেশেন করেন – আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী ও পুরানো সেই দিনের কথা। তাঁর সঙ্গে সঙ্গত করেন পণ্ডিত সুদর্শন দাস। এই যুগলবন্দী উপস্থিত সকলের মন জয় করে নেয়। প্রসঙ্গত পণ্ডিত সুদর্শন দাসের বিশ্বের বিভিন্ন প্রান্তে তবলা অ্যান্ড ঢোল একাডেমীর পাঁচটি শাখা বিদ্যালয় রয়েছে। ভারতের শাখা বিদ্যালয়টি অবস্থিত কলকাতায়। যার পরিচালনার দায়িত্বে রয়েছেন সংগীত শিল্পী ভাস্বতী মিত্র।

এদিনের অনুষ্ঠানে শাস্ত্রীয় সংগীত, নৃত্য, বাদ্যযন্ত্র, তবলা লহরা, সমবেত দেশাত্ববোধক সংগীত পরিবেশিত হয় যা স্বকীয়তার নজির স্থাপন করে। গুণীজন সমাগম অনুষ্ঠানে অন্য মাত্রা যোগ করেছিল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments