eaibanglai
Homeএই বাংলায়ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মোৎসব পালন

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মোৎসব পালন

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর জন্মদিন সাড়ম্বড়ে পালন করা হল ২৬ সেপ্টেম্বর- দুর্গাপুর এর ক্যামেলিয়া সংস্থার উদ্যোগে – স্থানীয় চিত্তব্রত মজুমদার স্মৃতি সভাগৃহে। বঙ্গীয় সাহিত্য পরিষদ এর প্রাক্তন সম্পাদক বিশিষ্ট অধ্যাপক তথা প্রাবন্ধিক শক্তিসাধন মুখোপাধ্যায় তথ্যসমৃদ্ধ আলোচনার মাধ্যমে উপস্থিত দর্শক-শ্রোতাদের ঋদ্ধ করেন। অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ পূর্ণচন্দ্র মুখোপাধ্যায় কে আয়োজক সংস্থার পক্ষ থেকে এ বৎসরের বিদ্যাসাগর পুরষ্কার প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয়। বিশিষ্ট নাট্যকার ও বাচিক শিল্পী ধনঞ্জয় ঘোষালের পরিচালনায় “কলকাতা কথার বাড়ি” সংস্থার শিল্পীরা পরিবেশন করেন নাটক “ঈশ্বরচন্দ্র”। স্থানীয় “শিল্পায়ন” নাট্য সংস্থার শিল্পীরা পরিবেশন করেন অনবদ্য একটি নাটক “বেঁচে থাক বিদ্যেসাগর”। অনুষ্ঠানে স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের জন্য বাগ্মীতা প্রতিযোগিতা আয়োজিত হয় এবং অংশগ্রহণকারী সমস্ত প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমার তথ্য ও সংস্কৃতি বিভাগীয় আধিকারিক নরেন্দ্রনাথ দত্ত , সঙ্গীতশিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, নাট্য পরিচালক শুভেন্দু বন্দ্যোপাধ্যায়, আবৃত্তিকার ও কবি প্রণয় রায়, শ্যামল বন্দ্যোপাধ্যায়, নৃত্যগুরু নির্মল নাগ, বাচিক শিল্পী ড: মৌ সেনগুপ্ত, কাকলি সেন, কাকলি রায় সহ বেশ কয়েকজন বিশিষ্ট মানুষ। অনুষ্ঠানের শেষে উপস্থিত সবাই কে ধন্যবাদ জ্ঞাপন করেন সংস্থার কর্ণধার দেবদাস সেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments