দুর্গাপুরে অনুষ্ঠিত হল মণীশ স্মৃতি সাংস্কৃতিক প্রতিযোগিতা

169

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর রম্যবীণার উদ্যোগে অনুষ্ঠিত হল ৪৪ তম “মণীশ স্মৃতি সাংস্কৃতিক প্রতিযোগিতা”, ইস্পাতনগরীর ১৮ রুমড হস্টেল-এ অক্টোবর মাসের ২১,২২ এবং ৩০ তারিখে। আবৃত্তি, চিত্রাঙ্কন, সংগীত, নৃত্য ইত্যাদি বিষয়ে উল্লেখযোগ্য সংখ্যক প্রতিযোগী অংশগ্রহণ করেন। ১৯৭৯ সালে আন্তর্জাতিক শিশুবর্ষে এই প্রতিযোগিতা শুরু হয়েছিল। ডিসেম্বর মাসে অনুষ্ঠেয় সংস্থার বর্ষপুর্ত্তি উৎসবে বর্তমান বৎসরে অংশগ্রহণকারী সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here