eaibanglai
Homeএই বাংলায়গীতাঞ্জলি আয়োজিত 'বসন্ত উৎসব'

গীতাঞ্জলি আয়োজিত ‘বসন্ত উৎসব’

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের গীতাঞ্জলি সংস্থা আয়োজিত দশম বার্ষিক বসন্ত উৎসব অনুষ্ঠিত হল ৭ মার্চ সকালে, স্থানীয় গান্ধীমোড় ময়দানে। অংশগ্রহণকারী শিল্পীদের সংখ্যাধিক্য, গুণগত মান, শৃঙ্খলা পরায়ণতা ইত্যাদির মাপকাঠিতে এ বৎসরেও গীতাঞ্জলি সংস্থা নিজের শ্রেষ্ঠত্ব বজায় রাখতে সক্ষম হল। কণ্ঠসঙ্গীতে অংশগ্রহণকারী ২৬ জন শিল্পীদের মধ্যে অনিন্দিতা মুখোপাধ্যায়, মালা দেববর্মণ, ঋতুকণা ভৌমিক, সৌমী বন্দোপাধ্যায়, অর্ণশ্রী চক্রবর্তী, প্রিয়াঙ্কা ঘোষ, কুমকুম বন্দ্যোপাধ্যায়, প্রণব মুখোপাধ্যায়, অশেষ মিত্র, সত্য বন্দ্যোপাধ্যায়, সন্দীপন বন্দ্যোপাধ্যায় প্রমুখ বিশিষ্ট শিল্পীদের পরিবেশন ছিল নিঃসন্দেহে উল্লেখ্যযোগ্য। প্রশংসনীয় হল স্বর্ণদীপা কলামন্ডলম, মনীষা ভট্টাচার্য্য, সোমা চাকমা, সোমা ভৌমিক, মন্দাকিনী চৌধুরী, নির্মল নাগ, অম্বিকা ভান্ডারী প্রমুখ সহ প্রায় ৭০ জন নৃত্যশিল্পীর পরিবেশন-ও। যন্ত্রসঙ্গীতে সহযোগী শিল্পীদের ভূমিকাও নিঃসন্দেহে উল্লেখযোগ্য। ভাষ্যপাঠ ও আবৃত্তিতে মিতা চৌধুরী, গৌতম চক্রবর্তী, প্রসূন চট্টপাধ্যায় ও রূপা মুখোপাধ্যায় যথাযথ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার ক্ষেত্রে বুদ্ধদেব সেনগুপ্ত নিজের সুনামের প্রতি সুবিচার করেছেন – বরাবরের মতোই। প্রভাতফেরির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়েছিল – অংশগ্রহণ করেছেন শতাধিক নৃত্যশিল্পী। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন – মহকুমাশাসক ড. সৌরভ চট্টোপাধ্যায়, কবি ও সাহিত্যিক অনিরূদ্ধ রায়চৌধুরি, প্রাক্তন মেয়র ও বিধায়ক অপূর্ব মুখোপাধ্যায় প্রমুখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments