eaibanglai
Homeএই বাংলায়ডিএ আন্দোলনের জের দুর্গাপুরে

ডিএ আন্দোলনের জের দুর্গাপুরে

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– রাজ্য সরকারী কর্মচারীদের বকেয়া ডিএ সহ একাধিক দাবিতে রাজ্য জুড়ে আন্দোলন চালাচ্ছে রাজ্যে সরকার কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ। তাদের উদ্যোগে আজ ১০ মার্চ সারাদিন ব্যাপী ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এই ধর্মধটে রাজ্য প্রশাসনকে অচল করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন। এদিন সকাল থেকেই ধর্মঘটের সমর্থনে মহানগর সহ জেলায় জেলায় রাস্তায় নেমেছে সংগঠনের সদস্যরা। বিভিন্ন জেলা থেকে গোলমালের খবরও পাওয়া গিয়েছে। কোথাও ধর্মঘটীদের বিরুদ্ধে জোর করে স্কুল বা সরকারি কার্যালয় বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠেছে। আবার কোথাও শাসকদলের কর্মী এবং সমর্থকদের বিরুদ্ধে অতিসক্রিয় হয়ে কার্যালয় খুলে রাখার চেষ্টার অভিযোগ করেছেন আন্দোলনকারী সরকারি কর্মচারীদের একাংশ।

অন্যদিকে এদিন সকাল থেকেই দুর্গাপুরের সিটিসেন্টার মহকুমাশাসকের দফতরের সামনে বিক্ষোভে সামিল হন সংগঠনের সদস্যরা। পোস্টার হাতে নিয়ে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।

মূলত কেন্দ্রীয় সরকারের হারে ডিএ’র দাবি, বকেয়া মহার্ঘ ভাতার দাবিকে সামনে রেখেই লাগাতার আন্দোলনে নেমেছেন রাজ্য সরকারী কর্মচারীরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments