eaibanglai
Homeএই বাংলায়বেঙ্গল রুরাল ডক্টরস ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষরীক অনুষ্ঠান দুর্গাপুর রোটারী ক্লাবে

বেঙ্গল রুরাল ডক্টরস ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষরীক অনুষ্ঠান দুর্গাপুর রোটারী ক্লাবে

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: ২১ আগস্ট দুর্গাপুর রোটারী ক্লাবের সভাকক্ষের অনুষ্ঠিত হল ” বেঙ্গল রুরাল ডক্টরস ওয়েলফেয়ার এসোসিয়েশন ” এর ১০ ম ( দশম ) বার্ষিক সাধারন সভা । এই সভাতে উপস্থিত ছিলেন সংগঠনের সত্তর জন সদস্য এবং অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডা: পি.কে যাদব, হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ অশোক পারিধা এবং ডাঃ সৌম্য দর্শন সান্যাল , স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা: দীপান্বিতা সেন, সংগঠনের চেয়ারপার্সন ডা: ছবি ঘোষ নন্দী এবং জাতীয় শিক্ষাক ডঃ কলিমুল হক সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ । প্রত্যন্ত এলাকায় আরও উন্নত স্বাস্থ্য পরিসেবা প্রদান করার জন্য , সরকারের কাছে উন্নত প্রশিক্ষণ এবং তাদেরকে যাতে প্রাথমিক চিকিৎসকের স্বীকৃতি দেওয়া হয় তার দাবী রাখেন অথিতিবৃন্দরা।

গত ২০২১ সালে আগস্ট মাসে রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, এই সমস্ত কোয়াক ডাক্তারদের এখন থেকে গ্রামাঞ্চলে ব্যবহারের জন্য গাইডলাইন তৈরি করা হচ্ছে। ওইসময় এসএসকেএমে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একগুচ্ছ ঘোষণা করেন। সবক’টিই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সংক্রান্ত। এর মধ্যে অন্যতম ছিল কোয়াক ডাক্তার, যাঁরা ভাল কাজ করছেন, তাঁদের স্বীকৃতি দিয়ে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কাজে লাগানোর কথাও ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী | কিন্তু আজও তা বাস্তবায়ন হয়নি। এইদিনের অনুষ্ঠানে সেই কথাই তুলে ধরেন সংগঠনের সম্পাদক গৌতম চক্রবর্তী এবং বিশিষ্ট অথিতিরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments