দুর্গাপুরে কোথায় কোথায় আয়োজিত হচ্ছে ‘দুয়ারে সরকার’ শিবির

2597

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– রাজ্যে ষষ্ঠ দফায় অনুষ্ঠিত হতে চলেছে ‘দুয়ারে সরকার’ শিবির। আগামী ১ থেকে শুরু হচ্ছে সরকারি এই কর্মসূচি। যার মধ্যে আবেদনপত্র গ্রহণ শিবির চলবে ১-১০ এপ্রিল পর্যন্ত এবং পরিষেবা প্রদান শিবির চলবে ১১-২০ এপ্রিল পর্যন্ত। দুর্গাপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিকের তরফে ইতিমধ্যে দুয়ারে সরকার শিবির নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে জানানো হয়ে দুর্গাপুর মহকুমার অন্তর্গত ব্লক গুলিতে এই শিবেরের আয়োজন করা হয়েছে ।

কাঁকসা ব্লকের কাঁকসা গ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রামের হাটতলায় আগামী ১ এপ্রিল এই শিবিরের আয়োজন করা হয়েছে। পাণ্ডবেশ্বর ব্লকের বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েতের মোহাল ফুটবল গ্রাউন্ডে আগামী ৪ এপ্রিল বসবে দুয়ারে সরকারের শিবির। অন্ডাল ব্লকের অন্ডাল গ্রাম পঞ্চায়েতের অন্ডাল মোড়ের দুর্গাপুজোর মাঠে (২নং জাতীয় সড়ক সার্ভিস রোড সংলগ্ন) আগামী ৫এপ্রিল সরকারি এই শিবিরের আয়োজন করা হয়েছে। দুর্গাপুর ফড়িদপুর ব্লকের ইছাপুর গ্রাম পঞ্চায়েতের ভীমেশ্বর কমিউনিটি হল সংলগ্ন ফুটবল মাঠে আগামী ৬ এপ্রিল এই শিবিরের আয়োজন করা হয়েছে।

এবার ৩৩ টি সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে দুয়ারে সরকার শিবির থেকে। প্রতি বারের মতো আগামী শিবিরেও খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, জাতি শংসাপত্র, কৃষকবন্ধু, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী ছাড়াও আরও নানা প্রকল্পের সুবিধা নিতে পারবেন উপভোক্তারা। সরকারের দেওয়া তথ্য অনযায়ী ২০২০ সাল থেকে শুরু হওয়া এই ‘দুয়ারে সরকার’ কর্মসূচিতে এখনও পর্যন্ত রাজ্যে মোট ৩ লাখ ৭১ হাজার ক্যাম্প করা হয়েছে। এর মাধ্যমে প্রায় ৬ কোটি ৭৭ লক্ষ রাজ্যবাসী উপকৃত হয়েছেন।

প্রসঙ্গত গত ফেব্রুয়ারি মাসে হাওড়ার পাঁচলায় একটি সভা থেকে মু‌খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন মাস অন্তর ‘দুয়ারে সরকার’ শিবির করার কথা ঘোষণা করেছিলেন। সেই ঘোষণা মতোই এপ্রিলের ১ তারিখ শুরু হতে চলেছে ষষ্ঠ দফার ‘দুয়ারে সরকার’ শিবির। পঞ্চম দফার দুয়ারে সরকার কর্মসূচি শেষ হয়েছে গত বছরের ডিসেম্বরে। প্রায় দু’মাস ধরে চলেছিল পঞ্চম দফার ওই শিবির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here