eaibanglai
Homeএই বাংলায়নির্বাচন কমিশনের 'এসভিইইপি' কর্মসূচীর প্রচারে প্রীতি ক্রিকেট ম্যাচ দুর্গাপুরে

নির্বাচন কমিশনের ‘এসভিইইপি’ কর্মসূচীর প্রচারে প্রীতি ক্রিকেট ম্যাচ দুর্গাপুরে

মনোজ সিংহ, দুর্গাপুরঃ- বৃহস্পতিবার দুপুরে খেলারমাঠের টানটান উত্তেজনার মধ্যে দিয়ে এসভিইইপি (ভোটারদের সচেতনতা ও নির্বাচনী অংশগ্রহণ) কর্মসূচির প্রচার করল পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন। দুর্গাপুর শহরের সিটিসেন্টারের নবদিগন্ত ক্রীড়াঙ্গনে। এদিন জেলাশাসক একাদশ বনাম দুর্গাপুর সাংবাদিক একাদশের মধ্যে এক প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটার তালিকা নিবন্ধক নানা বিষয়ে ভোটদাতাদের ওয়াকিবহাল করতে নেওয়া হয়েছে সিস্টেমেটিক ভোটার্স এডুকশন এন্ড ইলেকট্রোরাল পার্টিসিপেশন অর্থাৎ এসভিইইপি কর্মসূচী। এই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে ইতিমধ্যেই জেলা নির্বাচন কমিশনের উদ্যোগে জেলার বিভিন্ন প্রান্তে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। সাধারণ মানুষকে তাদের ভোটার কার্ড সংক্রান্ত সমস্ত তথ্য এবং পদ্ধতি বিষয়ক বিস্তারিত তথ্য দেওয়া হচ্ছে এই ধরনের প্রচারের মাধ্যমে। জেলা নির্বাচন কমিশনের উদ্যোগে এই প্রচারের অঙ্গ হিসেবে এদিন দুর্গাপুর মহকুমা এলাকার সমস্ত সাংবাদিকদের একত্রিত করে দুর্গাপুর সাংবাদিক একাদশ বনাম জেলা শাসক একাদশের এই প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল সিটি সেন্টারে । এদিন টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১২ ওভারে ১৬২ রান সংগ্রহ করে দুর্গাপুর সাংবাদিক একাদশ। জবাবে জেলা শাসক একাদশ ব্যাট করতে নেমে ১২ ওভারে ১৫৫ রান করে। ফলে ৭ রানে জয়ী হয় দুর্গাপুর সাংবাদিক একাদশ। পুরো ম্যাচটি ছিল টানটান উত্তেজনায় ভরপুর।

এদিনের এই প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে জেলাশাসক একাদশ দলের স্পোর্টসম্যান স্পিরিট হতবাক করে উপস্থিত দর্শকদের। সারাদিন প্রশাসনিক কর্মব্যস্ততার মধ্যে থেকেও তারা যে শারীরিক ও মানসিকভাবে একেকজন ‘সফল’ ক্রীড়াবিদ তা এদিনের মাঠে প্রমাণ হল আবারও। অন্যদিকে সাংবাদিক একাদশ দুর্দান্ত ব্যাটিং ও বোলিং করে প্রমাণ দেন যে তারা শুধু কলম নয় খেলাতেও যথেষ্টই পারদর্শী। এদিনের এই প্রীতি ম্যাচে অংশ নিয়েছিলেন খোদ পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস অরুন প্রসাদ ও দুর্গাপুর মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়। এদিনের ম্যাচে অংশগ্রহণকারীদের উৎসাহ দিতে মাঠে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি(পূর্ব) অভিষেক গুপ্তা। এদিনের এই প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট শেষে সকল অংশগ্রহণকারী খেলোয়ারদের হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাম্মানিক উপহার তুলে দেওয়া হয়। আগামী দিনেও আবারো এমনি প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হবে বলে জানিয়েছেন দুই দলেরই অধিনায়কেরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments