eaibanglai
Homeএই বাংলায়পরিবেশ দিবসে দুর্গাপুরে ফল ফুল ও অর্থকরি বৃক্ষ রোপণ কর্মসূচি

পরিবেশ দিবসে দুর্গাপুরে ফল ফুল ও অর্থকরি বৃক্ষ রোপণ কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- প্রতিবছরই নানান কর্মসূচির মাধ্যমে শিল্প শহর দুর্গাপুরে পরিবেশ দিবস পালন করে বেঙ্গল রুরাল ডক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এবার তারা ডি পি এলের এজোন হরিজন এফ পি হিন্দি স্কুল প্রাঙ্গণে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করে। পরিবেশ বাঁচানোর বার্তা দিয়ে এদিন সংগঠনের সদস্যরা স্কুল প্রাঙ্গনে আম পেয়ারা কাঁঠাল সহ নানা ফলের ও ফুলের গাছ সহ অর্থকরি বৃক্ষ রোপণের মধ্য দিয়ে দিনটি পালন করেন।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সংগঠনের কর্মকর্তা ডাঃ এস এস যাদব, ডাঃ এস এন সমাদ্দার সহ আরও অনেকে। উপস্থিত ছিলেন দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক সজল বোস। উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকারী সভাপতি বিশ্বনাথ চট্টোপাধ্যায় ও সহ-সভাপতি ধনঞ্জয় মান ও বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীবৃন্দ। বেঙ্গল রুরাল ডক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারপার্সন ডক্টর ছবি নন্দী এই মহতি উদ্যোগের জন্য সকলকে শুভেচ্ছা জানান।

সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ গৌতম চক্রবর্তী এদিন বলেন, “পরিবেশের স্বার্থে ভারসাম্য বজায় রাখার দায়দায়িত্ব আমাদের। তাই এই কাজকে গুরুত্ব দিতে হবে।” দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক সজল বোস বলেন, ” গাছ আমাদের জীবনের পরম বন্ধু ও জীবনের আধার, তাই জীবন সচল করতে পরিবেশ রক্ষায় গাছ লাগান আর জীবন বাঁচাতে রক্তদান খুব জরুরী।”

এদিনের কর্মসূচীতে ৪১ টি চারা গাছ লাগানো হয়। গরমের ছুটি থাকায় ছাত্র ছাত্রীরা কর্মসূচিতে অংশগ্রহণ করতে না পারলেও অনুষ্ঠানে উদ্দীপনার কমতি ছিল না।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments