দুর্গাপুরের বুকে আয়োজিত হতে চলেছে গ্র্যান্ড ফ্যাশন শো

940

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- প্রথমবার দুর্গাপুরের বুকে আয়োজিত হতে চলেছে ” জুয়েলারি ফ্যাশন উইক অ্যান্ড অ্যাওয়ার্ড শো ২০২৩” শীর্ষক গ্র্যান্ড ফ্যাশন শো। দুর্গাপুরের এক প্রতিষ্ঠিত ফ্যাশন শো সংস্থা ফ্যাশানিস্তা’র উদ্যোগে ও শিল্পাঞ্চলের নামকরা দুই জুয়েলারি সংস্থা রাজলক্ষ্মী জুয়েলার্স ও শ্যামসুন্দর চান্দিওয়ালার সহযোগীতায় ২৯ এপ্রিল শহরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারের জংশন মলে অনুষ্ঠিত হতে চলেছে এই শো। যেখানে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তের ফ্যাশন জগতের সঙ্গে জড়িত মডেলরা অংশ গ্রহণ করবেন। বড়দের সাথে ছোটদেরও হাঁটতে দেখা যাবে এই ফ্যাশন শোয়ে। অর্থাৎ শুধু বড়দের মধ্যেই সীমাবন্ধ থাকছে না এই ফ্যাশন শো। বড়দের পাশাপাশি র‌্যাম্প মাতাবে খুদে মডেলরাও। এছাড়াও বিভিন্ন মেকআপ আর্টিষ্টদেরও এই শোয়ে তাদের মডেলদের সঙ্গে নিয়ে হাঁটতে দেখা যাবে। টলিউডের নামী দামী মডেলরাও উপস্থিত থাকবেন এই গ্র্যান্ড শোয়ে। যেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন টলিউডের বিশিষ্ট অভিনেত্রী মধুরীমা বসাক।

আপাতত এই গ্র্যান্ড শোয়ের শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে জোর কদমে। ছোট বড় সব মডেলদের নিয়ে চলছে গ্রুমিং ও ফটো সেশন। প্রসঙ্গত বিগত কয়েক বছর ধরেই দুর্গাপুরের বুকে গ্র্যান্ড ফ্যাশন শোয়ের আয়োজন করে আসছে ‘ফ্যাশানিস্তা’। এছাড়াও সারা বছর ধরেই এই ফ্যাশন সংস্থার উদ্যোগে চলতে থাকে ইনডোর-আউটডোর ফটোশুট ও গ্রুমিং ক্লাস। যার কারণে শিল্পাঞ্চল সহ প্রান্তিক জেলার নতুন প্রজন্ম তথা প্রতিভাবান মডেলদের কাছে গ্ল্যামার জগতের প্রবেশের পথ খুলে যাচ্ছে অনায়াসে।

অন্যদিকে শিল্পশহরে এত বড় মাপের ফ্যাশন শোয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন শহরের ফ্যাশনপ্রেমী মানুষজন।

রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুন ঃ- 8101648679

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here