দুর্গাপুরের বেনাচিতিতে সিলিন্ডার থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড

42

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– সিলিন্ডার থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়াল দুর্গাপুরের বেনাচিতি এলাকায়। এদিন বেনাচিতির গুরুদুয়ারা রোডের একটি বাড়িতে এই অগ্নিরাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনা সূত্রে জানা যায় সকালে রান্নাঘরে চা করতে গিয়ে গৃহকর্ত্রী অঞ্জু হাজরা দেখেন সিলিন্ডারে দাউ দাউ করে আগুন জ্বলছে। নিমেষের মধ্যে সেই আগুন পুরো রান্নাঘর সহ পুরো ঘরে ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করলেও ততক্ষণে অগ্নিকাণ্ডের জেরে ভষ্মীভূত হয়ে যায় বাড়ির আসবাব সহ বহু জিনিসপত্র। যদিও এদিনের অগ্নিকাণ্ডের জেরে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। অল্পের জন্য প্রাণে রক্ষা পায় বাড়ির লোকজন।

অন্যদিকে রান্নার সিলিন্ডার থেকে এরকম ভয়বহ দুর্ঘটনা ঘটায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কীভাবে সিলিন্ডারে আগুন লাগলো তা বলতে পারেননি পরিবারের লোকজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here