eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরের সিটি সেন্টারের জলাশয়ে মাছের মড়ক

দুর্গাপুরের সিটি সেন্টারের জলাশয়ে মাছের মড়ক

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ফের দুর্গাপুর শিল্পাঞ্চলের প্রাণকেন্দ্র সিটিসেন্টারের বেসরকারি নিয়ন্ত্রনাধীন ট্রয়কা পার্কের জলাশয়ে মাছের মড়ক। রবিবার সকালে ওই পার্কের জলাশয়ে হঠাৎ প্রচুর মরা মাছ ভেসে উঠতে দেখা যায়। এর ফলে এলাকায় মরা মাছের দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, মাছ মরে যাওয়ায় জলাশয়ের জল অপরিষ্কার হয়ে দূষণ ছড়াচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদব। তিনি বলেন “আমি দেখেছি জলাশয়ে দূষণের মাত্রা বেড়ে গিয়েছে। নানা আবর্জনা ভাসছে । আমি পার্ক কর্তৃপক্ষকে বিষয়টি জানাবো। আর যেহেতু পার্কটি এ ডি ডি এ – র তাই তাদেরকেও বিষয়টি জানানো হবে।”

অন্যদিকে পার্ক কর্তৃপক্ষ দ্রুত জলাশয়টি পরিষ্কার করবেন বলে জানিয়েছেন।পাশাপাশি যে অংশ মাছ মারা গেছে, তার জন্যে বাকি মাছের যাতে মৃত্যু না হয় এবং জলও যাতে আরও দূষিত না হয় সেদিকেও নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ। প্রসঙ্গত গত বছর এপ্রিল মাসেও ওই জলাশয়ে মাছের মড়কের ঘটনা ঘটেছিল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments