eaibanglai
Homeএই বাংলায়জি-২০ বৈঠকের সাফল্য নিয়ে শহরে বিএমএস'র গুরুত্বপূর্ণ বৈঠক

জি-২০ বৈঠকের সাফল্য নিয়ে শহরে বিএমএস’র গুরুত্বপূর্ণ বৈঠক

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- জি-২০ বৈঠকের সাফল্য নিয়ে শিল্প শহর দুর্গাপুরে হতে চলেছে বিএমএস’র গুরুত্বপূর্ণ বৈঠক। গত শুক্রবার ইস্পাত নগরীর ঊনত্রিশ নম্বর বিদ্যাসাগর এভিনিউ স্থিত ভারতীয় মজদুর সংঘ (বিএমএস) -এর কার্যালয়ে শ্রমিক সংগঠনের বিশেষ জেলা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই আগামী ১৮-১৯ মার্চ প্রাদেশিক কমিটির কার্যকারিনী ও এল-২০ বিষয়ে বিশেষ কার্যক্রম উপলক্ষে বিশেষ আলোচনা হয় বলে জানান পশ্চিম বর্ধমান জেলা কার্যকরী সমিতির সভাপতি অমিতাভ ব্যানার্জি। এর জন্য জেলায় চারজনের উপসমিতি গঠন করা হয়েছে বলেও জানান অমিতাভবাবু। প্রসঙ্গত জি-২০ বৈঠকে সংগঠনের অভূতপূর্ব অংশগ্রহণ ও সাফল্যের পরিপ্রেক্ষিতে দেশ জুড়ে ‘শ্রম-২০’ বা ‘এল-২০’ কার্যক্রমের আয়োজন করা হয়েছে। তারই অংশ হিসেবে ১৯-মার্চ দুর্গাপুরের বুকে প্রদেশ কার্যকারিনী বৈঠকের শেষ দিন জেলার শ্রমিক সংগঠনের বিভিন্ন ইউনিটের অংশগ্রহণে ওই বিশেষ কার্যক্রম সফল করে তোলার লক্ষ্যে এদিনের জেলা বৈঠকে পরিকল্পনা গ্রহণ করা হয়।

এদিনের বৈঠকে সাম্প্রতিক কালে গ্লোবাল জি-২০ বৈঠকে শ্রমিক সংগঠন হিসেবে ভারতীয় মজদুর সংঘের অংশগ্রহণ ও ভূমিকা নিয়ে আলোচনা হয়। কেন্দ্রীয় শ্রম আইন সংশোধন বিষয়ে বিএমএসের অবস্থান নিয়েও আলোচনা হয়। পাশাপাশি শ্রমিক সংগঠনটি তার পশ্চিম বর্ধমান জেলার পূর্ণাঙ্গ কর্মসমিতির তালিকাও প্রকাশ করে। এদিনের বৈঠকে জেলার বিভিন্ন ব্লকের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে এদিনের অনুষ্ঠানে শিল্পাঞ্চলের শ্রমিক নেতা দুলাল ধীবরের নেতৃত্বে ইস্পাত নগরীর আমরাই গ্রাম ও সন্নিহিত অঞ্চলের শ্রমজীবী অনেক মানুষের বিএমএসে যোগদান করেন। প্রাদেশিক কমিটির সম্পাদক উজ্জ্বল মুখার্জি ও জেলা সম্পাদক মৃন্ময় ব্যানার্জির উপস্থিতিতে এই যোগদান পর্ব সম্পন্ন হয়। পাশাপাশি জেলার শিল্প সংস্থাগুলির প্রত্যেকটিতে বিএমএস’র ইউনিট গড়ে তোলা ও ব্লক ভিত্তিক সংগঠন গড়ে তোলার উপর বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments