নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর:- দেশের “আয়রন ম্যান” বলে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪৪ তম জন্মদিনের উপলক্ষে বৃহস্পতিবার “একতা যাত্রা”র আয়োজন করা হলো সি.আর.পি.এফ র উদ্যোগে। সি.আর.পি.এফ র দুর্গাপুরের ডেপুটি কমান্ডেন্ট এর তরফ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে শহরের অমরাবতীতে এই দিন সকাল সাতটায় যে একতা দৌড়ের আয়োজন হয়, তাতে দুর্গাপুর গ্রুপ সেন্টারের ডি.আই.জি বিনয় সিংহ সহ ১৬৯ ব্যাটেলিয়ানের ও ডি ২৩৫ ব্যাটেলিয়ানের জাওয়ানদের সাথে একাধিক আধিকারিক অংশগ্রহণ করেন। আয়োজন করা হয় ছবি আঁকো প্রতিযোগীতরও।