নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- দুর্গাপুর গীতাঞ্জলির নবম বার্ষিক বসন্ত উৎসব পালিত হল ১৮ মার্চ সকালে সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দানে। প্রতি বছরের মতো এবারও প্রায় একশোর কাছাকাছি নৃত্য শিল্পী “ওরে গৃহবাসী খোল দ্বার খোল” সম্মেলক সংগীতের সঙ্গে নৃত্য সহযোগে মূল মঞ্চে উপস্থিত হওয়ার পরে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এ বছর রবীন্দ্রনাথের গানের সঙ্গে নজরুল ইসলাম এর গানও অন্তর্ভুক্ত করা হয়েছিল। রবীন্দ্র-নজরুল রচিত গানগুলিতে একক শিল্পীদের মধ্যে অনিন্দিতা মুখোপাধ্যায়, মালা দেববর্মণ, ঋতুকণা ভৌমিক, প্রিয়াঙ্কা ঘোষ, সুমিতা রাহুত, আত্রেয়ী ঘোষ, প্রণব মুখোপাধ্যায়, সত্য বন্দ্যোপাধ্যায়,অশেষ মিত্র, শুভক্ষণ চট্টোপাধ্যায় প্রমুখের পরিবেশন প্রশংসনীয় হয়। স্বর্ণদীপা কলামন্ডলম, মণীষা ভট্টাচার্য্য, সোমা চাকমা, মন্দাকিনী চৌধুরী, পরমা বন্দ্যোপাধ্যায়, সুস্মিতা ঘোষ, যোজন, উত্তম, শিপ্রা, মন্দিরা, সোমা, খেয়ালী, নন্দিনী, সন্জ্ঞিত, চঞ্চল, অম্বিকা, জয়িতা, শতাব্দী, তনয়া, নিবেদিতা, মধুমিতা প্রমুখ নৃত্যশিল্পী ও নৃত্যগুরুদের পরিচালিত সমবেত নৃত্যগুলি অত্যন্ত আকর্ষণীয় হয়। যন্ত্রসংগীত শিল্পীদের সহযোগিতাও ছিল উল্লেখযোগ্য। গৌতম চক্রবর্তী, মিতা চৌধুরী, শ্রাবন্তি সাহা, বরুণ রায়, শুচিরা সরকার, প্রসূন চট্টোপাধ্যায় প্রমুখ বাচিক শিল্পীদের ভূমিকা অনুষ্ঠানকে অন্যমাত্রা দিয়েছিল।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বুদ্ধদেব সেনগুপ্ত। অনুষ্ঠানের শুরুতে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করেন স্থানীয় বিধায়ক প্রদীপ মজুমদার, মহানাগরিক অনিন্দিতা মুখোপাধ্যায়,কবি অনিরুদ্ধ রায়চৌধুরী, সংগীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।