eaibanglai
Homeএই বাংলায়এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হাতে গ্রেপ্তার বেআইনি গ্যাস বিক্রি করা ব্যক্তি

এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হাতে গ্রেপ্তার বেআইনি গ্যাস বিক্রি করা ব্যক্তি

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- বেআইনিভাবে গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস কাটিং করে ছোট গ্যাস সিলিন্ডারে ভরে বিক্রি করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল কোকওভেন থানার পুলিশ। ধৃত ব্যক্তিকে রবিবার মহকুমা আদালতে পেশ করা হয়।

জানা গেছে দুর্গাপুরের কোকওভেন থানার এলাকার বাঁকুড়া মোড়ে একটি দোকানে বেশ কিছুদিন ধরে বেআইনি গ্যাস কারবারের অভিযোগ উঠছিল। তদন্তে নেমে বিশেষ সূত্রে খবর পেয়ে শনিবার দুপুরে ওই দোকানে কোকওভেন থানা পুলিশের সহযোগিতায় হানা দেয় এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকেরা এবং অজয় কুমার বিশ্বাস নামে এক ব্যক্তিকে গ্যাস সিলিন্ডার সহ হাতেনাতে ধরে ফেলে। পরে তাকে কোকওভেন থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে ওই দোকান থেকে ৬টি খালি, ৫ টি ভর্তি ও ২ টি কার্টিং ১৪ কেজির সিলিন্ডার সহ ৩ কেজি ও ২ কেজি একটি করে ছোট সিলিন্ডার ও ২ টি ওজন করার মেশিন উদ্ধার হয়েছে।

এই ঘটনার সঙ্গে কোনও চক্র যুক্ত রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে কোকওভেন থানার পুলিশ। তদন্তের স্বার্থে রবিবার ধৃতকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments