নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- সারা রাজ্যে চলছে লকডাউন। করোনা ভাইরাসের দাপটে ইতিমধ্যেই গৃহবন্দী হয়ে আছেন গোটা রাজ্যের মানুষ। এরই মধ্যে গতরাত্রে একটি বৈদ্যুতিক বাংলা সংবাদ মাধ্যমে প্রচার হয় যে এক ব্যক্তি করোণা মারণ রোগে আক্রান্ত যার দুর্গাপুরে নিয়মিত আসা-যাওয়া ছিল। আক্রান্ত ব্যক্তি শেওড়াফুলির এক প্রবীণ নাগরিক তিনি কর্মসূত্রে দুর্গাপুরে আসা-যাওয়া করতেন প্রতিদিন নিয়মিত ট্রেন ধরে দুর্গাপুরে আসতেন কর্মস্থলে। আগুনের মতন ছড়িয়ে পড়ে গোটা শিল্পাঞ্চল জুড়ে সেই আতঙ্ক। গত ১৬ ই মার্চ থেকে তার জ্বর হয় তারপর থেকে তিনি আর দুর্গাপুরে আসেননি বলে জানা গেছে। গত রাত্রে তাকে বেসরকারি একটি কলকাতার নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। তিনি আগে থেকেই ডায়াবেটিক ও উচ্চ রক্তচাপের রোগী ছিলেন। বৈদ্যুতিক সংবাদমাধ্যমে এই খবর শোনার পর থেকে আতঙ্কে ভুগছেন সাধারণ শিল্পাঞ্চল বাঁশি। হোয়াটসঅ্যাপ, টুইটার, ফেসবুকে চলছে নানান মন্তব্য। যদিও এখনো পর্যন্ত আধিকারিক ভাবে এই খবরের সত্যতা এখনো জানা যায় নি যে তিনি দুর্গাপুরের কোথায় কাজ করতেন ও কোথায় থাকতেন। কিন্তু এত কিছু জানার পরও সাধারণ শিল্পাঞ্চল বাঁশি আতঙ্কে আর বাড়ি থেকে বের হচ্ছেন না। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যাচ্ছে ভদ্রলোক যিনি করোনা ভাইরাস এ আক্রান্ত বলে বৈদ্যুতিক সংবাদ মাধ্যমে জানানো হয়েছে তিনি এখন আপাতত স্থিতিশীল অবস্থা রয়েছেন বলে জানা গেছে।