দুর্গাপুরে আইপিএল বেটিং চক্র, ধৃত ১, উদ্ধার কয়েক লক্ষ টাকা

45

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– বর্তমান সময়ে অন্যতম জনপ্রিয় টি-টুয়েন্ট লিগ আইপিএলকে কেন্দ্র করে দেশজুড়ে বিভিন্ন সময়ে অবৈধ বেটিং চক্র চালানোর অভিযোগ উঠেছে। এবার খোদ শিল্প শহর দুর্গাপুরে আইপিএলকে নিয়ে চলা বেটিং চক্রের হদিশ মিলল। চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ ৫ লক্ষ ৩০ হাজার টাকা, চারটি মোবাইল ফোন সহ দুটি ডায়েরি। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তির নাম মহম্মদ নিয়াজ খান। সে দুর্গাপুরের মেনগেট এলাকার স্টিল পার্কের বাসিন্দা। ধৃতকে আজ মহকুমা আদালতে পেশ করা হয়

গতকাল কলকাতা নাইট রাইডার্স ও এবং রাজস্থান রয়্যালসের খেলা চলাকালীন বেটিং চক্রটি সক্রিয় হলে গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুরের স্টিল পার্ক এলাকায় হানা দিয়ে মহম্মদ নিয়াজ খানকে গ্রেফতার করে দুর্গাপুর থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে এই বেটিং চক্রের সঙ্গে আরও বেশ কয়েক জন জড়িত এবং তারা প্রত্যেকেই দুর্গাপুরের বাসিন্দা। ইতিমধ্যেই তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পাশাপাশি চক্রের মূল পাণ্ডারও খোঁজ শুরু হয়েছে । আপাতত ধৃতকে হেফাজতে নিয়ে তদন্তে গতি আনতে চাইছে দুর্গাপুর থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here