নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– রবিবার দুর্গাপুর ক্যারাটে অ্যাকাডেমির পক্ষ থেকে বেল্ট গ্রেডেশন পরীক্ষার আয়োজন করা হয়। ব্লেট গ্রেডেশনের এই পরীক্ষায় আয়োজন করা হয় দুর্গাপুরের বিধাননগরে অবস্থিত ডিএসএমএস কলেজের অডিটরিয়ামে। যেখানে দুর্গাপুর মহকুমা থেকে প্রায় ৪০০ জন ক্যারাটে শিক্ষার্থী বেল্ট গ্রেডেশন পরীক্ষায় অংশ নিয়েছিল। এদিনের এই বেল্ট গ্রেডেশন টেস্টের মাধ্যমে হলুদ, সবুজ, কমলা কালো সহ সব রঙের বেল্ট প্রদান করা হয় ক্যারাটের ছাত্র ছাত্রীদের মধ্যে। এদের মধ্যে অধিকাংশই দুর্গাপুরের বিভিন্ন স্কুলের পড়ুয়া। আয়োজক সংস্থার তরফে জানা যায় বর্তমানে দুর্গাপুর ক্যারাটে অ্যাকাডেমি দুর্গাপুরের ১০টিরও বেশী স্কুল ও ১২ টি ক্লাবের বিভিন্ন বয়সের প্রায় ৮০০ ছাত্র ছাত্রীকে ক্যারাটের প্রশিক্ষণ দিচ্ছে।
দুর্গাপুর সেশিঙ্কাই ক্যারাটে সমিতির সভাপতি পীযূষ মজুমদার, জেনারেল সেক্রেটারি- শিহান সমীর কুমার মণ্ডল (প্রাক্তন সেনা কর্মী), ও সমাজকর্মী শিউলি মুখার্জি, দুর্গাপুরে ক্যারাটে প্রশিক্ষণ ও অগ্রগতির জন্য একযোগে কাজ করছেন।
