দুর্গাপুরে শুরু হল রাজ্যস্তরের ক্যারাটে প্রতিযোগিতা

76

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- শনিবার ২৫তম পশ্চিমবঙ্গ রাজ্য ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা শুরু হলো দুর্গাপুরের সিটি সেন্টারের সিধু কনহু ইনডোর স্টেডিয়ামে। পশ্চিমবঙ্গ ক্যারাটে এসোসিয়েশন অফ বেঙ্গলের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দুদিন ধরে চলবে এই ক্যারাটে প্রতিযোগিতা। কালিংপং থেকে জঙ্গলমহল ঝাড়গ্রাম সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগিরা এসে উপস্থিত হয়েছেন শিল্পশহরে। রাজ্যের সমস্ত জেলা থেকে প্রায় ১৭০০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ।

এদিন এই ক্যারাটে চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন দুর্গাপুর নগর নিগমের পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা। উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশিত হয় শিশুদের মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান সহ সাংস্কৃতিক অনুষ্ঠান। এই প্রতিযোগিতায় যারা সফল হবেন পরবর্তী সময় তারা ওয়েষ্ট বেঙ্গল স্টেট অলম্পিকে অংশ নিতে পারবেন। এই ক্যারাটে প্রতিযোগিতা দেখার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের সমাগম হয়েছে দুর্গাপুরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here