eaibanglai
Homeএই বাংলায়বিহার-উত্তরপ্রদেশের মাফিয়া রাজ চলছে রাজ্যে, দুর্গাপুরে এসে তোপ বাম নেতার

বিহার-উত্তরপ্রদেশের মাফিয়া রাজ চলছে রাজ্যে, দুর্গাপুরে এসে তোপ বাম নেতার

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুরে এসে শাসক দলকে একহাত নিয়ে বিস্ফোরক সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সোমবার ট্রেনে করে দিল্লি থেকে ফেরার সময় দুর্গাপুরে নেমে স্টেশন সংলগ্ন দলীয় কার্যালয়ে গিয়ে সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হন প্রবীণ এই বাম নেতা। সেখানে রাজ্যের বর্তমান প্রসঙ্গ তুলে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে এ ও বি টিম বলে কটাক্ষ করেন তিনি।

এদিন রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে সেলিম বলেন,”বিহার-উত্তরপ্রদেশের মাফিয়া রাজ বাংলায় আমদানি করেছে তৃণমূল। তৃণমূল বিভিন্ন এলাকায় মুক্তাঞ্চল তৈরি করেছে। যেখানে ভোট লুট করেছে ৷ গুন্ডা, মস্তান ও মাফিয়াদের দিয়ে রাজত্ব চালাচ্ছে।মানুষের প্রশ্ন করার অধিকার নেই। প্রশ্ন করলেই কোথাও পিটিয়ে মারা হচ্ছে আবার কোথাও খুন করা হচ্ছে। আর তৃণমূল নেতাদের সঙ্গে জোগসাজোস রয়েছে পুলিশের। ” সাংবাদিক বৈঠকে এদিন বীরভূমের বুকটুই কান্ড থেকে দিনহাটার ছাত্র খুন প্রসঙ্গও ওঠে। এই প্রসঙ্গে রাজ্যের শাসক দল ও বিজেপিকে একযোগে তোপ দেগে সেলিম বলেন, শহীদ পরিবারগুলোকে কেনার চেষ্টা চালাচ্ছে বিজেপি ও তৃণমূল। আর তা নিয়েই এদের যখন লড়াই বাঁধে তখন চেক বিলি থেকে সিবিআই তদন্তের দাবি এইসব কাণ্ড করে। বাস্তবে সমস্ত কিছুই ধামাচাপা পড়ে যায়। এদিন কামদুনি ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা দেখেছি ওই কয়ালকে নিয়ে বিজেপি মাঠে নেমেছিল। কিন্তু তার পর কি হল। কারো সাজা হল। সব সেই ধামাচাপা পড়ে গেছে। আসলে এটাই হল এ টিম বি টিমের খেলা। বিজেপি এবং তৃণমূল কংগ্রেস যে এ ও বি টিম এটা কিন্তু এখন দিনের আলোর মতো স্পষ্ট।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments