সংবাদদাতা, দুর্গাপুরঃ- বিপর্যয়-ক্ষতির বাজারেও কখনও থামেনি উন্নয়ন, পরিদর্শনের কাজ। বাস চলাচল সচল করে স্বাভাবিক উন্নয়নের লক্ষ্যে বাস সংস্থা এসবিএসটিএসসি ডিপো পরিদর্শনে এলেন দুর্গাপুরের মাননীয় বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলার আইএনটিউসি এর সভাপতি মাননীয় শ্রী বিশ্বনাথ পারিয়াল মহাশয়। এছাড়াও, সেদিন এসবিএসটিএসসি আধিকারিকদের সাথে বৈঠক করলেন তিনি। এদিন, মাননীয় বিধায়কের সাথে উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন ৪নং বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জি মহাশয়। এছাড়াও মেয়র পারিষদ সদস্যদের মধ্যে ছিলেন ধর্মেন্দ্রযাদব মহাশয় ও পৌরপিতা সুভাষ মজুমদার মহাশয়-ও।