eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে বাড়ি তৈরির অনুমোদন মিলবে অনলাইনে

দুর্গাপুরে বাড়ি তৈরির অনুমোদন মিলবে অনলাইনে

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- দুর্গাপুর শহরবাসীর জন্য সুখবর। এবার আর বাড়ি তৈরির অনুমোদন পেতে নিগম পর্যন্ত দৌড়াতে হবে না। বাড়ি তৈরির প্ল্যানের অনুমতি পাওয়া যাবে অনলাইনেই। দুর্গাপুর নগর নিগমের অনলাইন প্ল্যান এপ্রুভাল সিস্টেমের মাধ্যমে। গত বছর অগস্ট মাসেই রাজ্য জুড়ে শুরু হয়েছে এই ব্যবস্থা। এবার দুর্গাপুরবাসীও সিঙ্গেল উইন্ডো সিস্টেম বা এক জানলা পদ্ধতির সুবিধা পাবে। শনিবার নতুন এই ব্যবস্থার উদ্বোধন করে দুর্গাপুর পুরসভার প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়।

প্রসঙ্গত নগর নিগম এলাকায় বাড়ি তৈরি করতে হলে নগর নিগমে অনুমতি নিতে হয়। অনুমতি দেওয়ার আগে পুরসভা সংশ্লিষ্ট জায়গার মালিকানা, বাড়ির নির্মাণ পরিকল্পনা, পানীয় জল, নিকাশি ব্যবস্থা-সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় খতিয়ে দেখে। সব বিষয় যাচাই করতে গিয়ে অনেকটা সময় লেগে যায়। অনেকে শারীরিক ও নানা কারণে পুরসভায় আসা-যাওয়া করতে পারেন না অনেকে। ফলে অন্যের উপরে ভরসা করতে গিয়ে প্রতারিতও হন। সেই সব সমস্যা সমাধানের জন্য় ২০২১-এর অগস্টে সারা রাজ্যে অনলাইনের মাধ্যমে বাড়ি নির্মাণের অনুমোদন ব্যবস্থা কার্যকরী হয়।

পুরসভা সূত্রে জানা গেছে, আবেদনপত্র পাওয়ার পরে এই নতুন পদ্ধতিতে সংশ্লিষ্ট পাঁচ জন বিভাগীয় ইঞ্জিনিয়ার এক সঙ্গে বসে তা খতিয়ে দেখবেন। প্রজেক্টরের মাধ্যমে পুরো আবেদনপত্রটি পর্দায় ফুটে উঠবে। সব ইঞ্জিনিয়ার এক সঙ্গে তা দেখতে পাবেন। ফলে পুরো প্রক্রিয়াটিতেই গতি আসবে। ১০থেকে ১৫দিনের মধ্যেই মিলবে অনুমতি। স্বাভাবিকভাবেই নগর নিগমের এই উদ্যোগে খুশি শহরবাসী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments