eaibanglai
Homeএই বাংলায়রবীন্দ্রনাথের বর্ষার গানের অনুষ্ঠান "বাদল ছোঁয়া লেগে"

রবীন্দ্রনাথের বর্ষার গানের অনুষ্ঠান “বাদল ছোঁয়া লেগে”

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সবচেয়ে প্রিয় ঋতু ছিল বর্ষা। বর্ষা ঋতুর গানও তিনি রচনা করেছিলেন অন্যান্য ঋতুর তুলনায় অনেক বেশি সংখ্যায়। তাঁর রচিত প্রকৃতি পর্য্যায় ভুক্ত গানের মধ্যে বর্ষার গানের সংখ্যা ১১৫ টি। এছাড়া অন্যান্য পর্য্যায়ের গানের মধ্যে বর্ষার গানের সংখ্যাও ৫০ এর অধিক।

প্রতি বছরের মত এবারেও ‘দুর্গাপুর রম্যবীণা’র উদ্যোগে আয়োজিত হয়েছিল রবীন্দ্রনাথের বর্ষার গানের অনুষ্ঠান-“বাদল ছোঁয়া লেগে”- ১১ আগস্ট, ২০২২, দুর্গাপুর ইস্পাতনগরীর চিত্তব্রত মজুমদার স্মৃতি ভবনে। সংগীত পরিবেশন করলেন- বুদ্ধদেব সেনগুপ্ত, বানী চট্টোপাধ্যায়, সৌমী বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রানী মুখোপাধ্যায়, রিমা ঘোষ, অশেষ মিত্র, রিয়া সিংহ, মানসী মুখোপাধ্যায়, অনিন্দিতা সেনগুপ্ত, মহুয়া সরকার, পারমিতা ভট্টাচার্য্য প্রমুখ ২৫ জন শিল্পী।যন্ত্রসংগীতে সহযোগিতা করলেন- সমীর রায়, বোধিচিত্ত বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব দাস ও প্রদীপ প্রামাণিক। এছাড়াও সমবেত আবৃত্তিতে অংশগ্রহণ করেন ‘স্বরবাক’ সংস্থার শিল্পীবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- বিপ্লব মুখোপাধ্যায় ও ঋতুকণা ভৌমিক।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments