eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে প্রয়াণ বার্ষিকী উদযাপন ও সংগীতানুষ্ঠান

দুর্গাপুরে প্রয়াণ বার্ষিকী উদযাপন ও সংগীতানুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- দুর্গাপুর শিল্পাঞ্চলের স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠক ও সুর পরিষদ মিউজিক অ্যাকাডেমির অন্যতম প্রতিষ্ঠাতা প্রয়াত ড.বিমল রায়ের অষ্টম প্রয়াণ প্রয়াণ বার্ষিকী পালন করা হল ২৪ নভেম্বর সন্ধ্যায়- ইস্পাতনগরীর চিত্তব্রত মজুমদার স্মৃতি সভাগৃহে। প্রয়াত বিমল বাবু সম্পর্কে স্মৃতিচারণায় অংশ নিলেন- কবি সিদ্ধেশ্বর শেঠ ও সাংবাদিক প্রণয় রায়। এছাড়াও বক্তব্য রাখেন রাজ্যসভার প্রাক্তন সদস্য ও দুর্গাপুর চিলড্রেনস্ অ্যাকাডেমি অফ কালচারের প্রতিষ্ঠাতা জীবনবিহারী রায়। সুর পরিষদের শিক্ষার্থীরা অধ্যক্ষা অনিন্দিতা রায়ের পরিচালনায় সমবেত রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন। এরপর, বিভিন্ন আঙ্গিকের সংগীত পরিবেশন করেন- বিশিষ্ট সংগীত শিল্পী বিমল মিত্র, বুদ্ধদেব সেনগুপ্ত, সুব্রত মুখোপাধ্যায়, অনিন্দিতা রায় সহ দীনবন্ধু বালিয়াল, বিশ্বায়ন রায়,জয়ন্ত পোদ্দার প্রমুখ। শিল্পীদের সঙ্গে যন্ত্রানুষঙ্গ সহযোগিতায় যথাযোগ্য ভূমিকা পালন করলেন- সন্দীপ দাস, অরিজিৎ রায়, সমীর রায়, সৌগত দাস, প্রদীপ প্রামাণিক, বিথীন রায়, বিশ্বায়ন রায় এবং অনিন্দ্য কুন্ডু। অংশগ্রহণকারী সমস্ত শিল্পী ও বিশিষ্ট মানুষদের স্মারক ও পুষ্পস্তবক দিয়ে সংবর্দ্ধনা জ্ঞাপন করেন সুর পরিষদের চেয়ারপার্সন নীলিমা রায়। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সুদীপা রায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments