eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে নেতাজি জন্মজয়ন্তী পালন

দুর্গাপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে নেতাজি জন্মজয়ন্তী পালন

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– সোমবার দুর্গাপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে দুর্গাপুরের করণ প্রাঙ্গনে পূর্ণ মর্যাদায় নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬ তম জন্মজয়ন্তী উদযাপিত হল। অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক ডাঃ সৌরভ চ্যাটার্জি , উপ-শাসক সঞ্জয় সুব্বা সহ একাধিক উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিক ও কর্মীবৃন্দ।

এদিন প্রভাত ফেরী ও অন্যান্য স্বাধীনতা সংগ্রামীদের মূর্তিতে মাল্যদানের মাধ্যমে শুরু হয় নেতাজীর জন্মজয়ন্তী পালন। প্রভাত ফেরীতে অংশ নিয়েছেন দুর্গাপুর বিধাননগর গভর্মেন্ট স্পনসর্ড গার্লস হাই স্কুলের ছাত্রীরা, দুর্গাপুরের বিশিষ্ট গুণী শিল্পীগণ ও নাগরিকবৃন্দ, মহকুমা শাসক দপ্তর ও মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের কর্মীবৃন্দরা। এরপর অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দ ভাষণে যুব সমাজকে নেতাজির আদর্শ ও দেশপ্রেমকে সঙ্গে নিয়ে দেশের মানুষের জন্য কাজ করার বার্তা দেন। শেষে আবৃত্তি, সমবেত ও একক সংগীত এবং নৃত্য একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এদিনের অনুষ্ঠান ঘিরে ছাত্র ছাত্রী ও পড়ুয়াদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments