নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- গোটা দেশে এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর যিনি আম্বানিদের নাম জানেন না। শুধুমাত্র ভারতবর্ষেই নয় আম্বানির সংস্থাগুলির এখন জগৎজোড়া নাম। ইস্পাত শহর দুর্গাপুরেও তাদের পদ্ম ছাপ পড়েছে দু-দশক আগেই । আম্বানিদের রিলায়েন্স গোষ্ঠীর প্রথম মোবাইল শোরুম দূর্গাপুর ছিল, তারপর থেকেই রিলায়েন্স কোম্পানির একের পর এক নতুন প্রতিষ্ঠান নিয়ে এসেছে । দুর্গাপুর শিল্পাঞ্চলে রিলায়েন্স গোষ্ঠীর জিও মোবাইল ও ফাইভ জি নেটওয়ার্কের কাজ ইতিমধ্যেই শেষের দিকে। শিল্পাঞ্চলে খুব শীঘ্রই রিলায়েন্সর জিও ফাইভ-জি পরিষেবা চালু হয়ে যাবে দুর্গাপুর ও তার পার্শ্ববর্তী অঞ্চলে।

দুর্গাপুর শহরের বাজারকে ধরে রাখতে এবার রিলায়েন্স গোষ্ঠীর নতুন পেট্রোল পাম্প শুরু হতে চলেছে আগামী এপ্রিল মাস থেকে । দুর্গাপুর ইস্পাত নগরীর টেগর এভিনিউয়ে, ফাইন আর্টস ক্লাবের উল্টোদিকের বস্তির ধারে মূল রাস্তার ওপরে ইতিমধ্যে নির্মাণকার্য যুদ্ধকালীন তৎপরতায় চলছে ‘দুর্গাপুর কোকো’ নামক রিলায়েন্স গোষ্ঠীর নতুন পেট্রোল পাম্পের কাজ। দুর্গাপুর ইস্পাত নগরীর বিশাল সংখ্যক মানুষ দৈনন্দিন ইস্পাত নগরীতে অবস্থিত তিনটি পেট্রল পাম্প থেকে তাদের নিত্যদিনের পেট্রোল ও ডিজেলের চাহিদা পূরণ করেন। সেইসব গ্রাহকদের কথা মাথায় রেখে এবার বাজারে নামলো রিলায়েন্স গোষ্ঠীর নতুন পেট্রোল পাম্প । অন্যান্য রাষ্ট্রয়াত্ত তেল কোম্পানিগুলির থেকে রিলায়েন্স পেট্রোল পাম্পের তেলের দাম কিছু বেশি থাকে বলে জানা গেছে। তবে তাদের তেলের গুণমান যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তা বলাই বাহুল্য। রিলায়েন্স গোষ্ঠীর নিজস্ব অয়েল রিফাইনারি থেকে তাদের এইসব পেট্রল পাম্পগুলিতে সরবরাহ করা হয় । দুর্গাপুর ইস্পাত নগরীর বাসিন্দারা তাদের যানবাহনগুলো অত্যন্ত যত্নসহকারে ব্যবহার করেন , তাই তেলের দাম একটু বেশি হলও রিলায়েন্স এর তেলের দিকেই যে ইস্পাত নগরী বাসিন্দাদের ঝোঁক হবে তা এককথায় মেনে নেওয়া যায়। সূত্র মারফত জানা গেছে এই বছরের এপ্রিল মাসের কোন এক শুভ দিন দেখে রিলায়েন্স গোষ্ঠীর এই নতুন পেট্রোল পাম্প ‘দুর্গাপুর কোকো’ নাম দিয়ে উদ্বোধন হতে চলেছে। সূত্র মারফত এও জানা গেছে প্রথমে এখানে শুধুমাত্র পেট্রোল ও ডিজেল সরবরাহ করা হবে, পরের পদক্ষেপে সিএনজি ও ব্যাটারি চার্জিং স্টেশনে গড়ে তোলা হবে এই পেট্রোল পাম্পে। রাতদিন যুদ্ধকালীন তৎপরতায় চলছে পেট্রোল পাম্প নির্মাণের কাজ।
