eaibanglai
Homeএই বাংলায়এবার দুর্গাপুরেও অনুষ্ঠিত হচ্ছে পুজো কার্নিভাল

এবার দুর্গাপুরেও অনুষ্ঠিত হচ্ছে পুজো কার্নিভাল

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- এবার কলকাতার ধাঁচে দুর্গাপুরেও অনুষ্ঠিত হতে চলেছে পুজো কার্নিভাল। আগামীকাল ৭ অক্টোবর দুর্গাপ্রতিমা বিসর্জনের বর্ণাঢ্য শোভাযাত্রাটি অনুষ্ঠিত হবে। চিত্রালয়ের রাজীব গান্ধী ময়দান থেকে কার্নিভালের রোড শো শুরু হবে এবং শেষ হবে দুর্গাপুর ওমেন্স কলেজ সংলগ্ন এলাকায়। শহরের মূলত বিগ বাজেটের পুজোগুলিই কার্নিভালে অংশগ্রহণ করবে বলে জানা যাচ্ছে। তবে কতগুলি পুজো কার্নিভালে অংশ নেবে, তা এখনও স্পষ্ট নয়। প্রসঙ্গত দুর্গাপুর নগর নিগমের প্রশাসক অনিন্দিতা মুখার্জী জানিয়েছিলেন, ৮০টির মতো বড় পুজো কার্নিভালে অংশগ্রহণ করতে পারে। যদিও এখনও পর্যন্ত দুর্গাপুরের ১৫টি দুর্গাপুজো কমিটিই কার্নিভালে অংশ নেওয়ার জন্য নাম নথিভুক্ত করেছে বলে জানা গিয়েছে। তবে এই সংখ্যা বাড়তেও পারে বলেও বিশেষ সূত্রে খবর।

আগামীকাল দুপুর ৩টে থেকে এই কার্নিভালের অনুষ্ঠানটি শুরু হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। কার্নিভালের প্রস্তুতি শুরু হয়েছে আগেই। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। কার্নিভাল নিয়ে ব্যস্ত প্রশাসনিক মহল থেকে শুরু করে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এবং বিভিন্ন শিল্পীরা। বৃহস্পতিবার নিরাপত্তার বিষয়ে খুঁটিয়ে দেখতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকেরা রাজীব গান্ধী ময়দান সহ যে পথ দিয়ে রোড শোটি যাবে সেই ব্য়স্ততম মহাত্মা গান্ধী রোড একাধিকবার পরিদর্শন করেন। অন্যদিকে শহরে এই প্রথমবার দুর্গাপুজোর কার্নিভালকে ঘিরে উন্মাদনা চরমে শহরবাসীর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments