রামনবমী উপলক্ষে দুর্গাপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

669

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আজ রাম নববী। দেশ তথা রাজ্য জুড়ে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে হিন্দু ধর্মালম্বীদের পবিত্র এই দিনটি। দুর্গাপুর শিল্পাঞ্চলেও পূজার্চনার মধ্যে দিয়ে পালিত হচ্ছে দিনটি। পূজার্চনার পাশাপাশি এদিন দুর্গাপুরের মেনগেট আখড়া কমিটির পক্ষ রাম নবমীর শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় লাঠি খেলায় অংশগ্রহণ করে এলাকার যুবক-যুবতীরা। পাশাপাশি শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলেন এলাকার পুরোপিতা ধর্মেন্দ্র যাদব সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। রাম নবমীর এই শোভাযাত্রা উপলক্ষে উচ্ছ্বাস ও উদ্দিপনা দেখা যায় এলাকাবাসীর মধ্যে। প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে গত দু’বছর ধরে বন্ধ থাকার পর এবছর ফের শুরু হয়েছে রাম নবমীর শোভাযাত্রা। এই শোভাযাত্রাকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য় গোটা এলাকা জুড়ে কড়া নজরদারি চালায় দুর্গাপুর থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here