eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে পুনর্বাসনের দাবিতে রাস্তা অবরোধ

দুর্গাপুরে পুনর্বাসনের দাবিতে রাস্তা অবরোধ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ-এবার দুর্গাপুর শিল্পাঞ্চলে উচ্ছেদের নোটিশ রেলের। প্রতিবাদে ও পুনর্বাসনের দাবিতে পথ অবরোধ করে শসাক দলের নেতৃত্বে বিক্ষোভ এলাকাবাসীর।

জানা যায় দুর্গাপুরের ৩৬ নম্বর ওয়ার্ডের মায়াবাজারের বিজয়নগর এলাকায় গতকাল রাতে উচ্ছেদ নোটিশ জারি করা হয় রেলের পক্ষ থেকে। নোটিশে চলতি সপ্তাহের রবিবার মধ্যে জবরদখল এলাকা খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই নোটিশ জারির পর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়দের দাবি দীর্ঘ গত ৫০ বছর ধরে তারা ওই এলাকায় বসবাস করছেন। এখন হঠাৎ করে পরিবার নিয়ে কোথায় যাবেন। পুনর্বাসনের দাবিতে শুক্রবার সকাল থেকে গান্ধী মোড়ে মায়াবাজার সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন এলাকার বাসিন্দারা। তাদের এই আন্দোলনকে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছে তৃণমূল নেতৃত্ব। জানা গেছে ওই এলাকায় ৫০ টির মতো পরিবারের বাস। তার মধ্যে ২০টি পরিবারকে উচ্ছেদের নোটিশ ধরিয়েছে রেল।

প্রসঙ্গত সুপ্রিম কোর্টের নির্দেশে জবর দখল জমি উদ্ধারে নেমেছে রেল কর্তৃপক্ষ। গত জুন মাসেও ওয়ারিয়া স্টেশন সংলগ্ন কোলডিপো বস্তি, মায়াবাজার বিজয় নগর ও কদমতলা বস্তির প্রায় ৮০টি পরিবারকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয় রেলের তরফে। পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে ৩৬ নম্বর ওয়ার্ডের সেই সময়ে প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল নেতা লোকনাথ দাসের নেতৃত্বে ওয়ারিয়া স্টেশনের স্টেশনমাস্টারকে একটি ডেপুটেশনও দেওয়া হয়েছিল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments