eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুর সংগীত মেলা ২০২৩

দুর্গাপুর সংগীত মেলা ২০২৩

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বিগত দু’বছরের উল্লেখযোগ্য সাফল্য এবং অভিজ্ঞতার পূঁজিকে মূলধন করে শ্রুতি মিউজিক্যাল গ্রুপ এ্যন্ড একাডেমীর উদ্যোগে সাড়ম্বরে আয়োজিত হলো তৃতীয় বার্ষিক দুর্গাপুর সংগীত মেলা, ১৩ থেকে ১৭ জানুয়ারি ইস্পাত নগরীর সি-জোনের মহাবীর স্পোর্টিং ক্লাব সংলগ্ন ময়দানে। ১৩ জানুয়ারি মধ্যাহ্নে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ সূচনা করেন দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়, বিশিষ্ট সংগীত শিল্পী বিমল মিত্র, বুদ্ধদেব সেনগুপ্ত, মালা দেব বর্মন, তপন দে, কাকলি মুখার্জি, সৌমিত্রজিৎ চ্যাটার্জী, কবি অনিরুদ্ধ রায় চৌধুরী, শ্রুতি’র প্রাক্তন সভাপতি পঙ্কজ শ্রীবাস্তব প্রমুখ। পাঁচ দিন যাবৎ অনুষ্ঠিত সংগীত মেলায় এককভাবে সংগীত পরিবেশনকারী শিল্পীদের সংখ্যা ছিল প্রায় দেড় শতাধিক এবং সম্মেলক সংগীতের অনুষ্ঠানেও অংশ নিয়েছেন উল্লেখযোগ্য সংখ্যক সাংস্কৃতিক সংস্থা। ছিল বিভিন্ন নৃত্য সংস্থা পরিবেশিত নৃত্যানুষ্ঠানও। স্থানীয় প্রতিভাসম্পন্ন নবীন শিল্পীদেরও অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছিল। বহিরাগত শিল্পীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন স্যাক্সোফোন ও ট্রাম্পেট শিল্পী কিশোর সোঢা(মুম্বাই), সৈকত মিত্র(কলকাতা), সুরজিৎ ও সম্প্রদায় (কলকাতা, বাংলা ব্যান্ড খ্যাত) অঙ্কিতা ভট্টাচার্য্য (কলকাতা, সারেগামাপা খ্যাত) প্রমুখ। কিন্তু অনুষ্ঠানের উৎকর্ষতার সঙ্গে সাযুজ্য রেখে শ্রোতাদের উপস্থিতি তেমনভাবে চোখে পড়েনি। বিষয়টি নিঃসন্দেহে অনাকাঙ্ক্ষিত। সংগঠকদের পক্ষ থেকে সংগীত প্রতিযোগিতাও আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিল্পী এবং সংস্থাগুলিকে স্মারক সম্মান প্রদান করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments