eaibanglai
Homeএই বাংলায়দেশের নামিদামি স্কুলকে টেক্কা দিয়ে স্বচ্ছ স্কুলের তকমা দুর্গাপুরের স্কুলের

দেশের নামিদামি স্কুলকে টেক্কা দিয়ে স্বচ্ছ স্কুলের তকমা দুর্গাপুরের স্কুলের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- স্বচ্ছ বিদ্যালয়ের নিরিখে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের তরফে দেশজুড়ে চলা স্বচ্ছ বিদ্যালয়ের প্রতিযোগিতায় শীর্ষ তালিকায় উঠে এল দুর্গাপুরের এক সরকারি বিদ্যালয় নাম। দেশ- রাজ্য তথা শহরের নামিদামি বেসরকারি বিদ্যালয়গুলিকে রীতিমতো টেক্কা দিয়ে দেশের স্বচ্চ বিদ্যালয়গুলির মধ্যে প্রথম স্থান করে নিয়েছে দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি উচ্চ বিদ্যালয়। ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে এই বিদ্যালয় পেতে চলেছে স্কুল পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে প্রথম পুরস্কার।

এই স্কুলে রয়েছে পাখিরালয়। ছাদে রয়েছে মিডডে মিলের জন্য কিচেন গার্ডেন। স্কুলের স্বচ্ছতার দিকে যথাযথ খেয়াল রাখতে দেখা যায় স্কুলের পড়ুয়াদেরও।

কিছুদিন আগে রাজ্যের ২৬টি স্কুল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের দেশব্যাপী স্বচ্ছ বিদ্যালয়ের প্রতিযোগিতায় অংশ নেয়। দেশের ৬০৬ টি বিদ্যালয় এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। কেন্দ্রীয় বিচারকরা এই প্রতিযোগিতায় অংশ নেওয়া ৬০৬টি বিদ্যালয়গুলিতে পৌঁছে যায় এবং পরিদর্শন করেন। দেশের ৩৯ টি সরকারি এবং বেসরকারি স্কুল শীর্ষ তালিকায় স্থান পায়। তার মধ্যে স্কুল পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে দেশের প্রথম স্থান অধিকার করে দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি উচ্চ বিদ্যালয়। আর করোনা পরিস্থিতিতে স্কুল জীবাণুমুক্ত করার ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করেছে জলপাইগুড়ি মারোয়ারি বালিকা বিদ্যালয়। দেশের তাবড় তাবড় স্কুলকে পিছনে ফেলে শীর্ষের তালিকায় উঠে এসেছে রাজ্যের এই দুটি স্কুলের নাম।

কিছুদিন আগেই করোনা পরিস্থিতিতে পড়ুয়াদের স্বাস্থ্যের দিক খেয়াল রেখেছিল এই স্কুল। তখন জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করে পেয়েছিল এক ঝাঁক পুরস্কার। প্রসঙ্গত এই স্কুলের পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রধান শিক্ষক রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক ডাঃ কলিমুল হক। অন্যদিকে শিল্পাঞ্চলের এক সরকারি স্কুলের এহেন সাফল্যে রীতিমতো উচ্ছ্বসিত স্কুলের পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, অভিভাবক থেকে শহরবাসী সকলেই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments