eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুর রেলস্টেশন চত্বরে তুমুল বিক্ষোভ বাম ছাত্র সংগঠনের

দুর্গাপুর রেলস্টেশন চত্বরে তুমুল বিক্ষোভ বাম ছাত্র সংগঠনের

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- শিক্ষায় গৈরিকীকরণের প্রতিবাদে সোমবার দুর্গাপুর রেলস্টেশন চত্বরে তুমুল বিক্ষোভ দেখাল বাম ছাত্র সংগঠন এসএফআই-এর সদস্যরা।

প্রসঙ্গত, সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুভাষ সরকার মন্তব্য করেছিলেন আইনস্টাইনের থিওরি e=mc2 আগেই ভারতে আবিষ্কার হয়েছে। এই মন্তব্যের পরেই সমালোচনার ঝড় ওঠে নানা মহলে। শিক্ষায় গৈরিকীকরণ হচ্ছে বলে দাবি তোলে বাম দলগুলি। এরপরই শিক্ষা মন্ত্রীর ওই বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে ও শিক্ষায় গৈরিকীকরণের প্রতিবাদে পথে নামে বাম ছাত্র সংগঠন এসএফআই।

এদিনের বিক্ষোভে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর ছবি পুড়িয়ে বিক্ষোভ দেখায় বাম ছাত্র সংগঠনের সদস্যরা। বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে স্টেশন চত্বরে। যদিও রেল পুলিশ কিছুক্ষণের মধ্যেই বিক্ষোভকারীদের স্টেশন চত্বর থেকে হঠিয়ে দেয় পরিস্থিতি সামাল দেয় ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments