শিল্প শহরে পড়ুয়াদের নিয়ে দুই দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট

26

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– শনিবার ৪ মার্চ থেকে শহর দুর্গাপুরের বুকে মুচিপাড়া সংলগ্ন আজাদ হিন্দ মাঠে প্রবল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে দুই দিন ব্যাপী সুধীন্দ্র কুমার সেন – সুদীপ চক্রবর্তী স্মৃতি চ্যালেঞ্জ শিল্ড। এবছর দ্বিতীয় বর্ষে পা দিল এই প্রতিযোগীতা, যেখানে শহরের অনূর্ধ্ব ১৬ স্কুল পড়ুয়াদের ১০ টি স্কুল দল অংশগ্রহণ করেছে। স্কুল পড়ুয়াদের মোবাইল গেমসের ভার্চুয়াল জগত থেকে মাঠমুখী করতে গত বছর থেকে এই ফুটবল প্রতিযোগীতার আয়োজন করছে দুর্গাপুর আড্ডা ইয়ং অ্যাসোসিয়েশন।

প্রথম দিন সাতটি টিম ও সংগঠনের সিঞ্চনের পড়ুয়াদের নিয়ে গঠিত টিম মোট চারটি নক-আউট ম্যাচ খেলে। এই চারটি খেলায় জয়ী হয় সগড়ভাঙা হাই স্কুল(সিঞ্চন-কে হারিয়ে), জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠ (পলাশডিহা হাই স্কুল-কে হারিয়ে),দুর্গাপুর প্রোজেক্টস বয়েজ হাই স্কুল(ডিভিসি-ডিটিপিএস হাই স্কুল-কে হারিয়ে) এবং আমলাজোড়া হাই স্কুল (এমএএমসি মডার্ন-কে হারিয়ে)। পরের রাউন্ডে গ্রুপ লিগের খেলায় গ্রুপ এ-তে সগড়ভাঙা ও প্রোজেক্ট বয়েজ স্থান পায় গতবারের বিজয়ী বিজড়া হাই স্কুল-এর সাথে, এবং গ্রুপ বি-তে জেমুয়া ও আমলাজোড়া স্থান পায় গতবারের বিজিত বিধাননগর বয়েজ হাই স্কুলের সাথে।

রবিবার রয়েছে টুর্নামেন্টের সেমিফাইনালে ও ফাইনাল খেলা। এদিন দুপুর ১.৩০-এ প্রথম সেমিফাইনালে বিধাননগর বয়েজ খেলবে প্রোজেক্ট বয়েজের সাথে। আর দুপুর ২.৩০-এ দ্বিতীয় সেমিফাইনাল খেলা হবে বিজড়া হাই স্কুল ও জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠের মধ্যে। ফাইনাল খেলা শুরু হবে বিকাল ৪.০০ নাগাদ।

টুর্নামেন্টের প্রথম দিন সকাল থেকে বিকেল পর্যন্ত সংগঠনের সদস্য, বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা ছাড়াও সাধারণ পথচারী দর্শক এবং খেলা ভালোবাসেন এমন মানুষের উপস্থিত ছিল লক্ষ্য করার মতো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here