eaibanglai
Homeএই বাংলায়চলে গেলেন শিল্পাঞ্চলের মিষ্টি মানুষ 'বলাই দা'

চলে গেলেন শিল্পাঞ্চলের মিষ্টি মানুষ ‘বলাই দা’

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- দুর্গাপুর শিল্পাঞ্চলের ইস্পাত নগরী এলাকাতে দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে বাংলার মিষ্টান্ন নির্মাণে নতুন নতুন প্রয়োগ করে মিষ্টান্ন ব্যাবসাকে আরো সমৃদ্ধ করার কারিগর বলাই ঘোষ পরলোক গমন করেছেন। কলকাতার একটি বেসরকারি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে সোমবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে সূত্র মারফত জানা গেছে । দুর্গাপুর ইস্পাত নগরীতে পারিবারিক মিষ্টান্ন ব্যবসায় কৃতিত্ব লাভ করার পর সম্পূর্ণ নিজের উদ্যোগে প্রায় এক দশক আগে দুর্গাপুরের চন্ডীদাস বাজার সংলগ্ন শরৎচন্দ্র এভিনিউ পশ্চিম এলাকায় এক নতুন মিষ্টান্ন ভান্ডারের শুভ আরম্ভ করেন নিউ পূর্ণিমা সুইটস নাম দিয়ে। বাংলার বিখ্যাত বেশ কয়েকটি মিষ্টান্নতে নতুন রূপ ও সাধের মেলবন্ধন ঘটিয়ে নতুন মিষ্টির উৎপাদন করে শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছিলেন গত এক দশক ধরে। ইস্পাত নগরীর মানুষজনের প্রিয় বলাই দা পরলোক গমন করেছেন এই সংবাদ শিল্পাঞ্চলে এসে পৌঁছানো মাত্রই শোকের ছায়া নেমে আসে গোটা চন্ডীদাস বাজার সংলগ্ন এলাকায়। এদিন বিকেলের দিকে ইস্পাত নগরীর অন্যতম ব্যস্ত চন্ডীদাস বাজার সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় বলাইদার সম্মানে। স্থানীয় দোকানদার বৃন্দরা জানিয়েছেন প্রাণ উজ্বল, মৃদু ভাসি, মিশুকে বলাই দার এহেন অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা চন্ডীদাস বাজারের ব্যবসায়ীরা ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments