eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুর জুড়ে বেআইনী টোটো ধরপাকড়, মহকুমা অফিস চত্বরে বিক্ষোভ

দুর্গাপুর জুড়ে বেআইনী টোটো ধরপাকড়, মহকুমা অফিস চত্বরে বিক্ষোভ

নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ দুর্গাপুর জুড়ে গত কয়েকদিন থেকেই চলছে বেআইনি টোটো ধরপাকড়। শহরের বিভিন্ন প্রান্তে টোটোর দৌরাত্ম্য বাড়তে থাকায় টনক নড়েছে প্রশাসনের। গত কয়েকদিনে দুর্গাপুরের গান্ধীমোড়, বিগবাজার এলাকা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আচমকা হানা দিয়ে পুলিশ ও পুরসভার আধিকারিকরা বহু বেআইনি ও নম্বর প্লেটবিহীন টোটো আটক করে। পুলিশ সূত্রে জানা গেছে, যেসমস্ত টোটোর পুরসভার দেয় নম্বর প্লেট নেই সেই টোটোগুলিকেই বাজেয়াপ্ত করা হয়েছে। উল্লেখ্যে দুর্গাপুর জুড়ে বর্তমানে প্রায় ৭৫০ মতো টোটো রয়েছে যেগুলিতে বৈধ নম্বর প্লেট রয়েছে, অথচ শহরজুড়ে গত কয়েক বছরে টোটোর সংখ্যা বেড়েছে প্রায় দেড় হাজারের মতো। ফলস্বরূপ দিনের পর দিন বেড়েছে টোটোর দৌরাত্ম্য। বহুক্ষেত্রে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার এবং অত্যাধিক ভাড়া নেওয়ার মতো বিভিন্ন সময়ে বিভিন্ন অভিযোগও উঠেছে। বেআইনি টোটোর বিরুদ্ধে লাগাতার পুরসভায় অভিযোগ জমতে থাকায় এবং বেশকয়েকবার বেসরকারি মিনিবাস সংগঠনগুলিও তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করায় সম্প্রতি বেআইনি টোটো ধরপাকড় শুরু করেছে প্রশাসন। আর পুলিশের তরফে সেই বেআইনি টোটো আটক করার পর থেকেই একাধিকবার বিক্ষোভে সামিল হয়েছে টোটো চালকেরা। মঙ্গলবার ফের তারা দুর্গাপুর মহকুমাশাসকের দফতরে বিক্ষোভে সামিল হন। বিক্ষোভ ক্রমে উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়ে যায় টোটো চালকদের। ব্যারিকেড ভেঙে মহকুমাশাসকের দফতরে ঢোকারও চেষ্টা করে ব্যর্থ হয় টোটো চালকেরা। তাদের দাবি অবিলম্বে আটক করা টোটোগুলি তাদের ফেরত দিতে হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments