eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে মহিলা তথ্যপ্রযুক্তি কর্মীকে অপহরণের ঘটনায় গ্রেফতার ১

দুর্গাপুরে মহিলা তথ্যপ্রযুক্তি কর্মীকে অপহরণের ঘটনায় গ্রেফতার ১

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের মহিলা তথ্য প্রযুক্তি কর্মীকে অপহরণের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ওই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম রহিত শর্মা। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত যুবক দুর্গাপুরের মায়াবাজার এলাকার বাসিন্দা। মঙ্গলবার তাকে মহকুমা আদালতে তোলা হয়। তাকে হেফাজতে নিয়ে বাকি তিন অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। অপহরণের ঘটনায় ব্যবহৃত গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃত যুবক ওই গাড়ির চালক।

প্রসঙ্গত গত সোমবার সন্ধ্যায় পালাশডিহার ওয়েবেল আইটি পার্কের সামনে থেকে সেখানে কর্মরত এক তরুণীকে অপহরণ করে জনা কয়েক যুবক। জানা গেছে ওই দিন সন্ধ্যায় বাড়ি ফেরার সময়একটি সাদা গাড়িতে করে চার যুবক অফিসের সামনে থেকেই ওই তরুণীকে অপহরণ করে। যদিও তাতে পুরোপুরি সফল হয়নি অপহরণকারীরা। প্রত্যক্ষদর্শীদের দাবি ওই তরুণীকে টানাটানি করেও পুরোপুরি গাড়িতে তুলতে পারিনে গাড়িতে থাকা যুবকেরা। বেশ কিছুটা রাস্তা গাড়ি চলন্ত অবস্থায় তরুণীকে টানতে টানতে নিয়ে যাওয়ার সময় আশপাশের লোকজন গাড়িটিকে ধাওয়া করে। তখন অবস্থা বেগতিক বুঝে তরুণীকে রাস্তায় ফেলে পালিয়ে যায় তারা। ঘটনায় যুবতী পায়ে চোট পান। পরে তাকে ২ নম্বর জাতীয় সড়ক থেকে উদ্ধার করে পুলিশ।

জানা গেছে অপহরণকারীদের মধ্যে জয় পাশোয়ান নামে যুবক তরুণীর পূর্ব পরিচিত। তরুণীর মা জানিয়েছেন গত মার্চ মাসেই পলাশডিহার ওই তথ্য প্রযুক্তিকেন্দ্রে কাজে যোগ দিয়েছিল তার মেয়ে। অপহরণের সঙ্গে যুক্ত অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments