eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরের বুকে শান্তির বার্তাবহ সুউচ্চ 'শান্তি স্তূপ'

দুর্গাপুরের বুকে শান্তির বার্তাবহ সুউচ্চ ‘শান্তি স্তূপ’

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- মহাপুরুষ বুদ্ধের শান্তির বার্তা বিশ্বময় ছড়িয়ে দিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় বিভিন্ন দেশে জাপানের তরফে নির্মাণ করা হয়েছিল বিশ্ব শান্তি স্তূপ। বিশ্বের বিভিন্ন দেশে পাশাপাশি আমাদের দেশের ওড়িশার ধবলগিরি, বিহারের রাজগীর, লাদাখের লে ও পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের রয়েছে বৌদ্ধ শান্তি স্তূপ। এবার সেইসব শান্তি স্তূপের আদলে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বেনাচিতির বৌদ্ধ বিহারেরও নির্মাণ করা হলো ‘শান্তি স্তূপ’। যার উচ্চতা প্রায় ২৮ফুট। পাশাপাশি এই স্তূপের ভিতরে একটি সাড়ে চার ফুটের ফাইবারের পুর্নাঙ্গ বুদ্ধ মূর্তি স্থাপন করা হয়েছে। মূর্তিটি তৈরি করেছেন কলকাতার কুমার টুলির মৃৎশিল্পী মিন্টু পাল। আর পুরো শান্তি স্তূপটির নির্মাণের দায়িত্বে ছিলেন প্রক্ষ্যাত নির্মাণ শিল্পী শেখ আজাহার।

গত রবিবার দুর্গাপুর বৌদ্ধ সমিতির উদ্যোগে ৩০তম “কঠিন চীবর দানোৎসব” উৎযাপন অনুষ্ঠানের মাধ্যমে শান্তিনিকেতন বুদ্ধ বিহারের প্রধান বিনয়শ্রী ভিক্ষু “শান্তি স্তূপ”এর উন্মোচন করেন। বিশেষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের পুরপ্রশাসক বোর্ডের চেয়ারম্যান অনিন্দিতা মুখার্জী।

রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ বিশ্বজুড়ে হিংসা রেষারেষির আবহে এই শান্তি স্তূপ অত্যন্ত বার্তাবহ বলে মনে করছেন শিল্পাঞ্চলের মানুষ। পাশাপাশি আগামী দিনে রাজ্যবাসীর কাছে এই ‘শান্তি স্তূপ’ এক নতুন ধর্মীয় ডেস্টিনেশন হতে চলেছে বলে মনে করছেন অনেকেই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments